Current Affairs MCQ Pdf: 16 March 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 16 March 2021
1. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO কোন মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে 2024 সালে “LUPEX” নামক একটি চন্দ্র মিশন লঞ্চ করবে?
[A] BOSCOMOS
[B] SPACEX
[C] NASA
[D] JAXA
2. সম্প্রতি প্রকাশিত “Karnanidhi: A Life in Politics” নামক পুস্তকটি কে লিখেছেন?
[A] রাসকিন বন্ড
[B] বি. মুরালিধরন
[C] অরুন্ধতী রায়
[D] সন্ধ্যা রবিশঙ্কর
3. ওয়েস্ট ইন্ডিজ -এর টেস্ট ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন কে?
[A] ক্রিস গেইল
[B] জেসন মোহাম্মদ
[C] জেসন হোল্ডার
[D] ক্রেইগ ব্রেথবেট
4. কোন ক্রিকেট খেলোয়াড় T-20 ফরম্যাটে 3000 রান করে প্রথম স্থান অধিকার করেছেন?
[A] রোহিত শর্মা
[B] বিরাট কোহলি
[C] জো রুট
[D] বেন স্টোক
5. কেন্দ্র সরকার Covid-19 মহামারীর কারনে মৃত সাংবাদিকের জন্য কত পরিমান আর্থিক সহযোগিতার অনুমোদন দিয়েছেন?
[A] 2 লক্ষ ভারতীয় টাকা
[B] 3 লক্ষ ভারতীয় টাকা
[C] 4 লক্ষ ভারতীয় টাকা
[D] 5 লক্ষ ভারতীয় টাকা
6. কোন কেন্দ্রশাসিত সরকার PMAY-U উপভোক্তাদের জন্য 2 লক্ষ টাকা সুদ মুক্ত ঋণের অনুমোদন দিয়েছে?
[A] পুদুচেরি
[B] জম্মু ও কাশ্মীর
[C] চন্ডিগড়
[D] লাদাখ
7. World Kidney Day 2021 -এর থিম কি ছিল?
[A] Living Well with Kidney Disease
[B] Kidney Disease and Obesity
[C] Kidney Disease & Children
[D] Kidney Health for Everyone Everywhere
8. বিশ্ব পাই দিবস ( Π ) কবে পালিত হয়?
[A] 13 মার্চ
[B] 14 মার্চ
[C] 15 মার্চ
[D] 16 মার্চ
Current Affairs MCQ Pdf: 16 March 2021: Download