Current Affairs MCQ Pdf: 10th June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 10th June 2021
1. “United Nations General Assembly” -এর নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন?
[A] এন্টিনিও গুটেরেস
[B] আব্দুল্লা শাহিদ
[C] এরিক ইউয়ান
[D] কোনোটিই ঠিক নয়
2. “World Employment and Social Outlook 2021” কোন সংস্থা জারি করেছে?
[A] International Energy Agency (IEA)
[B] International Labour Organization (ILO)
[C] International Monetary Fund (IMF)
[D] World Bank (WB)
3. কোন রাজ্য সরকার “Pran Vayu Devta Pension Scheme” শুরু করেছে?
[A] ঝাড়খন্ড
[B] মহারাষ্ট্র
[C] উড়িষ্যা
[D] হরিয়ানা
4. সম্প্রতি কবে “বিশ্ব মহাসাগর দিবস (World Ocean Day)” পালিত হয়েছে?
[A] 5 জুন
[B] 6 জুন
[C] 7 জুন
[D] 8 জুন
5. সম্প্রতি কবে “BIMSTEC” প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?
[A] 5 জুন
[B] 6 জুন
[C] 7 জুন
[D] 8 জুন
6. কোন রাজ্য সরকার কোভিড টিকাকরণের জন্য “Pink Booths” শুরু করেছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] হরিয়ানা
[D] আসাম
7. নিচের কোন সংস্থা দ্বারা “Bal Swaraj” ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে?
[A] National Human Rights Commission of India
[B] National Commission for Protection of Child Rights
[C] National Human Rights Commission of India
[D] National Commission for Scheduled Tribes
8. “Anemia Mukt Bharat Index 2020-2021” -এ কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] মধ্যপ্রদেশ
[D] হরিয়ানা
Current Affairs MCQ Pdf: 10th June 2021: Download