Current Affairs MCQ Pdf: 17th June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 17th June 2021
1. কোন ভারতীয় বংশোদ্ভুত মহিলা পত্রকারকে “Pulitzer Award 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] মেঘনা পন্থ
[B] মেঘা রাজাগোপালন
[C] সৃষ্টি গোস্বামী
[D] অঙ্কিতা সিং
2. সম্প্রতি, কবে “World Elder Abuse Awareness Day” পালিত হয়েছে?
[A] 13 জুন
[B] 14 জুন
[C] 15 জুন
[D] 16 জুন
3. SIPRI Yearbook 2021 -এর রিপোর্ট অনুযায়ী ভারতে কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে?
[A] 125
[B] 785
[C] 554
[D] 156
4. কে Cellular Operators’ Association of India (COAI) -এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন?
[A] প্রমোদ কুমার মিত্তল
[B] অজয় পুরি
[C] অজয় চোপড়া
[D] সুনীল চন্দ্রা
5. “Believe – What Life and Cricket Taught Me” কোন ক্রিকেটারের আত্মজীবনী?
[A] যুবরাজ সিং
[B] গৌতম গম্ভীর
[C] জাহির খান
[D] সুরেশ রায়না
6. সম্প্রতি, কোন রাজ্যে “রাজা পর্ব উৎসব” শুরু হয়েছে?
[A] উড়িষ্যা
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] নাগাল্যান্ড
7. সম্প্রতি, প্রয়াত নির্মল মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] হকি
[B] দাবা
[C] ব্যাডমিন্টন
[D] ভলিবল
8. “World Day Against Child Labor 2021” -এর থীম কী ছিল?
[A] Generation Safe & Healthy
[B] Act now: end child labor!
[C] Children shouldn’t work in fields, but on dreams
[D] Protect children from child labor, now more than ever