Current Affairs MCQ Pdf: 15th July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 15th July 2021
1. শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন?
[A] ভুটান
[B] নেপাল
[C] শ্রীলংকা
[D] বাংলাদেশ
2. সম্প্রতি,প্রকাশিত ‘The Light of Asia’ পুস্তকটি কে লিখেছেন?
[A] নিতিন গডকড়ি
[B] জয়রাম রমেশ
[C] পারুল গর্গ
[D] অমিত বৈশ
3. “National Dolphin Research Centre” কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
[A] গুজরাট
[B] উত্তরপ্রদেশ
[C] বিহার
[D] উত্তরাখন্ড
4. কোন দেশ “World Badminton Championships 2026” হোস্ট করবে?
[A] চীন
[B] জাপান
[C] ভারত
[D] ভিয়েতনাম
5. ‘Khelo India Youth Games 2022’ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] মহারাষ্ট্র
[D] মধ্যপ্রদেশ
6. কোন রাজ্য সরকার টোকিও অলিম্পিক প্রতিযোগীদের 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] ঝাড়খন্ড
[D] হরিয়ানা
7. কোন রাজ্য গর্ভবতী মহিলাদের Covid-19 টিকাকরণের জন্য “Mathru Kavacham” অভিযান শুরু করেছে?
[A] তেলেঙ্গানা
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কেরালা
8. কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম ডোজের ১০০ শতাংশ টীকাকরণ সফল করেছে?
[A] জম্মু ও কাশ্মীর
[B] পুদুচেরি
[C] চন্ডিগড়
[D] লাদাখ