Current Affairs MCQ Pdf: 24th July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 24th July 2021
1. সম্প্রতি, কবে “National Broadcasting Day” পালিত হয়েছে?
[A] 20 জুলাই
[B] 21 জুলাই
[C] 22 জুলাই
[D] 23 জুলাই
2. সম্প্রতি, প্রকাশিত “Riding Free My Olympic Journey” পুস্তকটি কে লিখেছেন?
[A] সতীশ লাহেড়ী
[B] নাগমা আক্তার
[C] ইরফান মোহাম্মদ
[D] ইমতিয়াজ অনীশ
3. অস্ট্রেলিয়ার কোন শহরে “Olympics 2032” অনুষ্ঠিত হবে?
[A] ব্রিসবেন
[B] সিডনি
[C] গোল্ড কোস্ট
[D] ক্যানবেরা
4. Adarsh Smarak Scheme -এর অধীনে অন্ধ্রপ্রদেশে কতগুলি স্মৃতিস্তম্ভ চিহ্নিত করা হয়েছে?
[A] 2 টি
[B] 3 টি
[C] 5 টি
[D] 6 টি
5. Pfizer এবং BioNTech কোন দেশে Covid-19 ভ্যাকসিন উৎপাদনের জন্য “Biovac Institute” -এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
[A] দক্ষিণ আফ্রিকা
[B] ব্রাজিল
[C] নেদারল্যান্ডস
[D] ভেনেজুয়েলা
6. কোন রাজ্য সরকার “দলিত বন্ধু যোজনা” শুরু করেছে?
[A] কর্ণাটক
[B] কেরালা
[C] তেলেঙ্গানা
[D] তামিলনাড়ু
7. কোন সংস্থা “Akash -NG” মিসাইলের সফল পরীক্ষণ করেছে?
[A] BDL
[B] HAL
[C] ISRO
[D] DRDO
8. “The Stranger In The Mirror” নিম্নলিখিত কার আত্মজীবনী?
[A] সোনু সুড
[B] সুনীল শেট্টি
[C] সুরেশ রাইনা
[D] রাকেশ ওমপ্রকাশ মেহেরা