Current Affairs MCQ Pdf: 27th July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 27th July 2021
1. কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘G20 Environment Ministerial Metting 2021’ -এ ভারতের প্রতিনিধিত্ব করেন?
[A] মনসুখ মান্ডবীয়া
[B] ভূপেন্দ্র যাদব
[C] পুরুষোত্তম রূপলা
[D] অশ্বিনী বৈষ্ণব
2. কোন ফুটবল খেলোয়াড় ‘AIIF Men’s footballer of the year 2020-2021’ খেতাব জিতেছে?
[A] সাহাল আব্দুল সামাদ
[B] গুরপ্রীত সিং সান্ধু
[C] সন্দেশ ঝিঙান
[D] অনিরুদ্ধ থাপা
3. কেন্দ্র সরকার ‘Central University of Ladakh’ -এর জন্য কত টাকার মঞ্জুরি দিয়েছে?
[A] 750 কোটি টাকা
[B] 650 কোটি টাকা
[C] 500 কোটি টাকা
[D] 800 কোটি টাকা
4. নিম্নলিখিত কোন সংস্থা ভবিষ্যতে ‘Central Bank Digital Currency (CBDC)’ -এর লঞ্চের পরিকল্পনা করছে?
[A] Finance Ministry
[B] External Affairs Ministry
[C] State Bank of India
[D] Reserve Bank of India
5. যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের কোন শহরে ‘সৈনিক স্কুল’ -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
[A] কানপুর
[B] গোরক্ষপুর
[C] আজমগর
[D] লখনৌ
6. কোন প্রথম ভারতীয় অলিম্পিকে 1996 সালের পর টেনিস সিঙ্গেলস ম্যাচ জিতেছে?
[A] চিরাগ শেট্টি
[B] অঙ্কিতা রায়না
[C] সানিয়া মির্জা
[D] সুমিত নাগাল
7. গবেষকরা কোন দেশে খোদাই করে আধুনিক কুমীরের জীবাশ্ম আবিষ্কার করেছে?
[A] চিলি
[B] ব্রাজিল
[C] স্পেন
[D] কলোম্বিয়া
8. UNESCO দ্বারা “Ramappa Temple” ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?
[A] তামিলনাড়ু
[B] কেরালা
[C] তেলেঙ্গানা
[D] কর্ণাটক