Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?

Adjective কাকে বলে ? কত প্রকার ও কি কি – Part of Speech -এ প্রধানত আট প্রকার পদ ব্যবহৃত হয়। যেমনঃ Noun (বিশেষ্য পদ), Pronoun (সর্বনাম পদ), Adjective (বিশেষণ পদ), Verb (ক্রিয়া পদ ), Adverb (ক্রিয়াবিশেষণ পদ), Preposition (সম্মন্ধসূচক অব্যয় পদ), Conjunction (সংযোগসূচক অব্যয় পদ) এবং Interjection (আবেগসূচক অব্যয় পদ) । Part of Speech -এর অন্যতম প্রধান পদ Adjective নিয়ে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। Join Our Telegram Channel.

Read More: Noun কাকে বলে ? কত প্রকার ও কি কি

Adjective কাকে বলে?

যে-সব Word দ্বারা Noun বা Pronoun -এর দোষ, গুন্, অবস্থা, পরিমান প্রভৃতি প্রকাশ পায় সেইসব Word কে Adjective বা বিশেষণ পদ বলে। যেমনঃ –

1. He is a good boy. (এখানে Boy -এর গুন্ প্রকাশ করেছে good; অতএব good হল Adjective.)
2. The dog is black. (এখানে Dog -এর রঙ প্রকাশ করেছে black; অতএব black হল Adjective.)
3. A blind man is coming. (এখানে Man -এর অবস্থা প্রকাশ করেছে blind; অতএব blind হল Adjective.)

Note:

  1. উপরের Sentence গুলিতে যে-সব Adjective বসানো হয়েছে সেগুলি কখনো Noun -এর আগে এবং কখনো আবার Noun -এর পরে বসেছে। সুতাতাং, বলা যায় Adjective কখনো Noun বা Pronoun -এর আগে আবার কখনো পরে বসতে পারে।

Adjective-এর শ্রেণীবিভাগ

Adjective কে প্রধানতঃ তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। যথাঃ –

  1. Adjective of Quality
  2. Adjective of Quantity
  3. Demonstrative Adjective

1. Adjective of Quality কাকে বলে?

যে-সব Word দ্বারা Noun বা Pronoun -এর দোষ, গুন্, অবস্থা প্রভৃতি প্রকাশ পায় সেইসব Word কে Adjective of Quality বলে। যেমনঃ

1. Sudip is a good boy. (‘Good’ -এর অর্থ হল ‘ভালো’ ‘Good’ শব্দটি দ্বারা Sudip -এর গুন্ প্রকাশ পাচ্ছে।)
2. This is a mad dog. (‘Mad’ -এর অর্থ হল ‘পাগলা’ ‘Mad’ শব্দটি দ্বারা Dog -এর অবস্থা প্রকাশ পাচ্ছে।)
3. We have a white cat. (‘White -এর অর্থ হল ‘সাদা’ ‘White’ শব্দটি দ্বারা Cat -এর গুন্ বা অবস্থা প্রকাশ পাচ্ছে।)
4. That is an ugly bird. (‘Ugly’ -এর অর্থ হল ‘কুৎসিত’ ‘Ugly’ শব্দটি দ্বারা Bird -এর দোষ প্রকাশ পাচ্ছে।)
5. The man is blind. (‘Blind’ -এর অর্থ হল ‘অন্ধ’ ‘Blind’ শব্দটি দ্বারা The Man -এর অবস্থা প্রকাশ পাচ্ছে।)

2. Adjective of Quantity কাকে বলে?

যে-সব Word দ্বারা Noun বা Pronoun -এর সংখ্যা, পরিমান প্রভৃতি প্রকাশ পায় সেইসব Word কে Adjective of Quantity বলে। যেমনঃ

1. They have two dogs. ( ‘Two’ শব্দটি দ্বারা Dog -এর সংখ্যা বোঝাচ্ছে।)
2. We had a cow. ( ‘A’ শব্দটি দ্বারা Cow -এর সংখ্যা বোঝাচ্ছে।)
3. There were many men. ( ‘Many’ শব্দটি দ্বারা Man -এর সংখ্যা বোঝাচ্ছে।)
4. We shall tour whole districts. ( ‘Whole’ শব্দটি দ্বারা District -এর সংখ্যা বোঝাচ্ছে।)
5. A dog has four legs. ( ‘Four’ শব্দটি দ্বারা Leg -এর সংখ্যা বোঝাচ্ছে।)

3. Demonstrative Adjective কাকে বলে?

যে-সব শব্দ দ্বারা এক ব্যক্তি বা এক বস্তু নির্দেশক প্রকাশ পায়; সেইসব Word কে Demonstrative Adjective বলে। যেমনঃ

1. The man is fat. (‘The’ শব্দ দ্বারা নির্দিষ্ট একজন মানুষকে নির্দেশ করা হচ্ছে।)
2. A dog has a tail. (‘A’ শব্দ দ্বারা একটি লেজকে নির্দেশ করা হচ্ছে)
3. He gave me an umbrella. (‘An’ শব্দ দ্বারা একটি ছাতাকে নির্দেশ করা হচ্ছে।)
4. Every man will do the work. (‘Every’ শব্দ দ্বারা প্রত্যেককে এককভাবে নির্দেশ করা হচ্ছে।)
5. We saw that snake. (‘That’ শব্দ দ্বারা একটা সাপকে নির্দেশ করা হচ্ছে।)



Read More: Pronoun কাকে বলে ? কত প্রকার ও কি কি


1 thought on “Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =

Scroll to Top