Assam Gk Question Answer in Bengali

16) নিচের কোন জেলাটি ১৯৪৭ সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব -পাকিস্তানে (বাংলাদেশ) যুক্ত হয়?

[A] চট্টগ্রাম

[B] খুলনা

[C] সোল্শহর

[D] সিলেট

Show Ans

Correct Answer: [D] সিলেট

17) আসাম পুলিশ দিবস কবে প্লেইট হয়?

[A] ১ জুন

[B] ২৮ ফেব্রুয়ারী

[C] ২৩ সেপ্টেম্বর

[D] ১ লা অক্টোবর

Show Ans

Correct Answer: [D] ১ লা অক্টোবর

18) কোন অসমীয়া চলচিত্রটি ২০১৪ সালে ‘জাতীয় চলচিত্র পুরস্কার’ পেয়েছে?

[A] Bandhon

[B] Othello

[C] Basundhara

[D] Ajeyo

Show Ans

Correct Answer: [D] Ajeyo

19) আয়তন অনুসারে, আসামের ক্ষুদ্রতম জেলা কোনটি?

[A] Udalgiri

[B] Chirang

[C] South Salmara-Mankachar

[D] Kamrup Metro

Show Ans

Correct Answer: [C] South Salmara-Mankachar

20) আসামের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ‘Assam Women’s University’ কোথায় অবস্থিত?

[A] Raha

[B] Morigaon

[C] Jorhat

[D] Nagaon

Show Ans

Correct Answer: [A] Raha

21) কোন গায়ক ‘King of Bihu’ নামে পরিচিত?

[A] জয়ন্ত হাজারিকা

[B] জুবিন গার্গ

[C] ভুপেন হাজারিকা

[D] খগেন মহন্ত

Show Ans

Correct Answer: [D] খগেন মহন্ত

22) কত খ্রিস্টাব্দে অসমীয়া ম্যাগাজিন ‘জোনাকি’ প্রকাশিত হয়?

[A] ১৮৮৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৮৯ খ্রিস্টাব্দে

[C] ১৮৯০ খ্রিস্টাব্দে

[D] ১৮৯৬ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer: [B] ১৮৮৯ খ্রিস্টাব্দে

23) ‘Assam Medical Collage’ কবে প্রতিষ্ঠিত হয়?

[A] ১৯৪৫ খ্রিস্টাব্দে

[B] ১৯৪৭ খ্রিস্টাব্দে

[C] ১৯৪৯ খ্রিস্টাব্দে

[D] ১৯৬৪ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer: [B] ১৯৪৭ খ্রিস্টাব্দে

24) কোন শহর টি ‘Tea City of India’ নামে পরিচিত?

[A] জোরহাট

[B] শিবসাগর

[C] গোলাঘাট

[D] ডিব্রুগড়

Show Ans

Correct Answer: [D] ডিব্রুগড়

25) কোন শহরটি ‘আসামের সাংস্কৃতিক রাজধানী’ নামে পরিচিত?

[A] গুয়াহাটি

[B] শিবসাগর

[C] নাগা

[D] জোরহাট

Show Ans

Correct Answer: [D] জোরহাট

26) জনসংখ্যা অনুযায়ী, আসাম ভারতের ______ বৃহত্তম রাজ্য। 

[A] ১২ তম 

[B] ১৩ তম

[C] ১৪ তম

[D] ১৫ তম

Show Ans

Correct Answer: [D] ১৫ তম

27) আসামে বিধানসভার আসন সংখ্যা হল__

[A] ১২০ টি 

[B] ১২৬ টি 

[C] ১৩২ টি 

[D] ১৪২ টি

Show Ans

Correct Answer: [B] ১২৬ টি 

28) Sarbananda Sonowal আসামের _______ মুখ্যমন্ত্রী। 

[A] ১৪ তম 

[B] ১৫ তম 

[C] ১৬ তম 

[D] ১৭ তম 

Show Ans

Correct Answer: [A] ১৪ তম 

29) অসম বিধানসভার প্রথম অধিবেশন বসে__

[A] ১৫ জুলাই, ১৯৩৫

[B] ৭ এপ্রিল, ১৯৩৭

[C] ১২ মে, ১৯৩৯

[D] ১৫ জুন, ১৯৪০

Show Ans

Correct Answer: [B] ৭ এপ্রিল, ১৯৩৭

30) আসাম বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন__

[A] কুলধার চালিহা

[B] দেবশ্বর সারমাহ

[C] লংকেশ্বর বরাহ

[D] বাবু বসন্ত কুমার দাস

Show Ans

Correct Answer: [D] বাবু বসন্ত কুমার দাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Scroll to Top