বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 18 August 2020
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 18 August 2020:প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
1. প্রথম ‘World Solar Technology Summit’ কবে অনুষ্ঠিত হবে?
[A] 30 সেপ্টেম্বর
[B] 31 সেপ্টেম্বর
[C] 8 সেপ্টেম্বর
[D] 12 সেপ্টেম্বর
2. মেঘালয়ের নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন?
[A] RN Ravi
[B] Satya Pal Malik
[C] Najma Heptulla
[D] PS Sreedharan Pillai
3. ভারতের কোন ইন্সটিটিউটটি উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় প্রথম স্থান পেয়েছে?
[A] আইআইটি বোম্বাই
[B] আইআইটি দিল্লি
[C] আইআইটি কানপুর
[D] আইআইটি মাদ্রাজ
4. ভারতের বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) কোথায় অনুষ্ঠিত হয়?
[A] মুম্বাই
[B] কোলকাতা
[C] দিল্লী
[D] গোয়া
5. কোন মন্ত্রক ‘‘Nasha-Mukt Bharat’’ অভিযান শুরু করেছে?
[A] Ministry of Housing and Urban Affairs
[B] Ministry of Social justice and Empowerment
[C] Ministry of Health and Family Affairs
[D] Ministry of Panchayat Raj
Download Monthly Current Affairs PDF