Bengali Current Affairs: 11th November 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 11th November 2021
1. সম্প্রতি, প্রয়াত দ্রোণাচার্য পুরস্কার বিজেতা ক্রিকেট কোচের নাম কী?
[A] লালচাঁদ রাজপূত
[B] সন্দীপ পাতিল
[C] পারস মহাম্বরে
[D] তারক সিনহা
2. কোন রাজ্য কেবিনেট আধিকারিক এবং কর্মচারীদের অধিকার রক্ষার্থে ‘Industrial Relations Rules 2021’ -এর মঞ্জুরি দিয়েছে?
[A] মিজোরাম
[B] গুজরাট
[C] হরিয়ানা
[D] আসাম
3. সম্প্রতি, কবে ‘World Science Day for Peace and Development’ পালিত হয়?
[A] 7 নভেম্বর
[B] 8 নভেম্বর
[C] 9 নভেম্বর
[D] 10 নভেম্বর
4. সম্প্রতি, দক্ষিণ আমেরিকায় ‘Inti Tanager’ নামক এক নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এটি কার সঙ্গে সম্পর্কিত?
[A] পাখি
[B] মাছ
[C] সাপ
[D] মাকড়সা
5. সম্প্রতি, কোন শহর ভারত সরকার দ্বারা প্রদত্ত ‘Best Public Transport Award’ পেয়েছে?
[A] ইন্দোর
[B] সুরাট
[C] কোলকাতা
[D] দেরাদুন
6. সম[সম্প্রতি, রামনাথ কোবিন্দ কতজন কে পদ্ম পুরস্কার 2020 দিয়ে সম্মানিত করেছেন?
[A] 55 জন
[B] 95 জন
[C] 141 জন
[D] 212 জন
7. সম্প্রতি, কোথায় ‘Pakal Dul Hydro Electric Project’ -এর উদ্বোধন করা হয়েছে?
[A] লাদাখ
[B] উত্তরাখন্ড
[C] হিমাচল প্রদেশ
[D] জম্মু এবং কাশ্মীর
8. National Disaster Response Force (NDRF) -এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Sheel Vardhan Singh
[B] Dr. Nazrul Islam
[C] Atul Karwal
[D] K Vijay Kumar