Bengali Current Affairs: 16th October 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 16th October 2021
1. ‘Global Handwashing Day’ কবে পালিত হয়?
[A] 15 অক্টোবর
[B] 16 অক্টোবর
[C] 14 অক্টোবর
[D] 17 অক্টোবর
2. সম্প্রতি, কবে ‘World Food Day’ পালিত হয়েছে?
[A] 14 অক্টোবর
[B] 15 অক্টোবর
[C] 16 অক্টোবর
[D] 17 অক্টোবর
3. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY) -এর CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A অমিতেশ কুমার সিনহা
[B] রিতেশ চৌহান
[C] মীরা মোহান্তি
[D] বিপুল বনসাল
4. প্রতিবছর ‘International E-Waste Day’ (IEWD) বিশ্বজুড়ে করে পালিত হয়?
[A] অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার
[B] 14 অক্টোবর
[C] 15 অক্টোবর
[D] 17 অক্টোবর
5. প্রতিবছর, 15 অক্টোবর তারিখে কার জন্মবার্ষিকী উপলক্ষে ‘World Students’ Day’ পালিত হয়?
[A] জওহরলাল নেহেরু
[B] ড: এ. পি. জে আব্দুল কালাম
[C] ক্ষুদিরাম বসু
[D] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
6. ভারতীয় সেনা এবং কোন দেশের মধ্যে সামরিক অনুশীলন ‘Yudh Abhyas 2021’ শুরু হয়েছে?
[A] সিঙ্গাপুর
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] নেপাল
[D] শ্রীলংকা
7. World Steel Association (WSA) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] সৌরভ জোশি
[B] সজ্জন জিন্দাল
[C] অমৃত সিং
[D] সুজান মিত্তল
8. ‘Renewable Energy Country Attractiveness Index’ -এ ভারতের অবস্থান কত?
[A] দশম
[B] সপ্তম
[C] পঞ্চম
[D] তৃতীয়