Bengali Current Affairs: 17th November 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 17th November 2021
1. “Internattional Day for Tolerance” কবে পালিত হয়?
[A] 15 নভেম্বর
[B] 16 নভেম্বর
[C] 17 নভেম্বর
[D] 18 নভেম্বর
2. ICC Men T20 World Cup 2021 – কোন দেশ জিতেছে?
[A] নিউজিল্যান্ড
[B] অস্ট্রেলিয়া
[C] ভারত
[D] পাকিস্তান
3. ICC Men’s Cricket Committee -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রাহুল দ্রাবিড়
[B] সচিন টেন্ডুলকার
[C] সৌরভ গাঙ্গুলি
[D] এম. এস ধোনি
4. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “দুয়ারে রেশন” যোজনা লঞ্চ করেছে?
[A] বিহার
[B] ঝাড়খন্ড
[C] উড়িষ্যা
[D] পশ্চিমবঙ্গ
5. কোন রাজ্যে ভারতের প্রথম “Food Museum” শুরু হয়েছে?
[A] তেলেঙ্গানা
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কেরালা
6. নিম্নলিখিত কোন সংস্থা “Gunness World Rocords” -এর খেতাব পেয়েছে?
[A] BRC
[B] BRO
[C] BOD
[D] DRO
7. “Nehru: The Debates that Defined India” পুস্তকটি কে লিখেছেন?
[A] Rudrangshu Mukherjee এবং Saumya Roy
[B] Tripurdaman Singh এবং Adeel Hussain
[C] Manreet Sodhi Someshwar এবং Amartya Sen
[D] Upinder Singh এবং Shivam Shankar Singh
8. “World Kindness Day 2021” -এর থিম কী?
[A] Kindness: The World We Make
[B] Kindness for all
[C] Kindness: The World We Make – Inspire Kindness
[D] Inspire Kindness