Bengali Current Affairs: 20th October 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 20th October 2021
1. কোন দেশ ফুটবল প্রতিযোগিতা “SAFF Championship 2021” জিতেছে?
[A] বাংলাদেশ
[B] মালদ্বীপ
[C] নেপাল
[D] ভারত
2. কোন রাজ্য সরকার “Mera Ghar Mere Naam” যোজনা শুরু করেছে?
[A] রাজস্থান
[B] উত্তর প্রদেশ
[C] গুজরাট
[D] পাঞ্জাব
3. নিম্নলিখিত কোথায় ‘ড: এ.পি.জে আব্দুল কালাম প্রেরণা স্থল’ উদ্বোধন করা হয়েছে?
[A পুনে
[B] বিশাখাপত্তম
[C] দিল্লী
[D] মুম্বাই
4. সম্প্রতি, 18 অক্টোবর তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়?
[A] World Cancer Day
[B] World TB Day
[C] World Menopause Day
[D] World Science Day
5. সম্প্রতি, কে ভারতীয় প্রধানমন্ত্রী কার্য্যালয়ের জয়েন্ট সেক্রেটারী পদে নিযুক্ত হয়েছেন?
[A] সঞ্জয় কুমার
[B] সন্দীপ মেহতা
[C] সঞ্জয় সিং
[D] মীরা মোহান্তি
6. সম্প্রতি, মাউন্ট হ্যারিয়েট -এর নাম পরিবর্তন করে মাউন্ট মনিপুর রাখা হয়। এটি কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
[A] মনিপুর
[B] লাদাখ
[C] মিজোরাম
[D] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
7. “World Statistics Day” কবে পালিত হয়?
[A] 19 অক্টোবর
[B] 20 অক্টোবর
[C] 21 অক্টোবর
[D] 22 অক্টোবর
8. ফাস্ট বোলার জেমস প্যাট্টিনসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়?
[A] দক্ষিণ আফ্রিকা
[B] নিউজিল্যান্ড
[C] ইংল্যান্ড
[D] অস্ট্রেলিয়া