Bengali Current Affairs: 3rd December 2021

Bengali Current Affairs: 3rd December 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Bengali Current Affairs: 3rd December 2021

1. প্রতিবছর কবে “National Pollution Control Day” পালিত হয়?
[A] 1 ডিসেম্বর
[B] 2 ডিসেম্বর
[C] 3 ডিসেম্বর
[D] 4 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [B] 2 ডিসেম্বর
Short Note: 1984 সালের 2 ডিসেম্বরে সংঘটিত মর্মান্তিক ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিহতদের স্মরণ করতে “National Pollution Control Day” পালিত হয়। 

2. কোন রাজ্যের আদিবাসী মহিলা মাটিলডা কুল্লু “Forbes Most Powerful Women List” -এ স্থান পেয়েছেন?
[A] ঝাড়খন্ড
[B] উড়িষ্যা
[C] বিহার
[D] তামিলনাড়ু

Show Ans

Correct Answer: [B] উড়িষ্যা
Short Note: উড়িষ্যার আশাকর্মী মাটিলডা কুল্লু “Forbes Most Powerful Women List” -এ স্থান পেয়েছেন। 

3. সম্প্রতি, কোন রাজ্য পর্যটন প্রচারের জন্য “Street Project” শুরু করেছে?
[A] ত্রিপুরা
[B] মনিপুর
[C] আসাম
[D] কেরালা

Show Ans

Correct Answer: [D] কেরালা
Short Note:

কেরালা (Kerala) –

  • স্থাপনা – 1 নভেম্বর 1956
  • রাজধানী – তিরুবন্তপুরম
  • মুখ্যমন্ত্রী – পিনারায়ই বিজয়ান
  • রাজ্যপাল -আরিফ মোহাম্মদ খান
  • লোকসভা আসন – 20, রাজ্যসভা আসন – 9, বিধানসভা আসন – 140
  • প্রতিবেশী রাজ্য – তামিলনাড়ু এবং কর্ণাটক

4. কোন সরকার ‘মুখ্যমন্ত্রী তীর্থ যাত্রা যোজনা’ কার্যকর করেছে?
[A] উত্তরাখন্ড
[B] দিল্লী
[C] জম্মু ও কাশ্মীর
[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] দিল্লী

5. নিম্নলিখিত কোন দেশ ভারত ও শ্রীলংকার সহযোগে প্রথমবার ‘Colombo Security Conference’ -এর আয়োজন করেছে?
[A] বাংলাদেশ
[B] মালদ্বীপ
[C] নেপাল
[D] মায়ানমার

Show Ans

Correct Answer: [B] মালদ্বীপ

6. কোন সংস্থা “The State of Food and Agriculture (SOFA 2021)”প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] World Bank
[B] Food and Agriculture Organization (FAQ)
[C] NABARD
[D] NITI Aayog

Show Ans

Correct Answer: [B] Food and Agriculture Organization (FAQ)

7. সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন শহরে “Maa Shakumbhari Vishwavidyalaya” -এর ভিত্তিশিলা স্থাপন করেছেন?
[A] সোনীপত
[B] লখনৌ
[C] অযোধ্যা
[D] সাহারানপুর

Show Ans

Correct Answer: [D] সাহারানপুর
Short Note: 2 ডিসেম্বর 2021 তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের সাহারানপুর শহরে “Maa Shakumbhari Vishwavidyalaya” -এর ভিত্তিশিলা স্থাপন করেছেন। 

8. Women’s Tennis Association (WTA) কোন দেশের সমস্ত টেনিস প্রতিযোগিতা বাতিল করেছে?
[A] দক্ষিণ কোরিয়া
[B] ইন্দোনেশিয়া
[C] দক্ষিণ আফ্রিকা
[D] চীন

Show Ans

Correct Answer: [D] চীন
Short Note: চীনা টেনিস খেলোয়াড় পেং শুয়াইয়ের নিখোঁজ হওয়ার পর তার সুরক্ষার জন্য Women’s Tennis Association (WTA) চীন -এর সমস্ত টেনিস প্রতিযোগিতা বাতিল করেছে। 

Join on Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =

Scroll to Top