Bengali Current Affairs MCQ: 15th March 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 15th March 2023
1. নিম্নলিখিত কে “Hindustan Unilever Limited” -এর নতুন CEO & MD পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অনুরাগ সিং
[B] রোহিত জাবা
[C] পীযূষ গোয়েল
[D] অশোক কুমার
2. শান্তি কুমারী কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন?
[A] পশ্চিমবঙ্গ
[B] ঝাড়খন্ড
[C] মহারাষ্ট্র
[D] তেলাঙ্গানা
3. সম্প্রতি, প্রকাশিত “World Air Quality Report-2022” -এ সর্বোচ্চ দূষিত দেশের তালিকায় অবস্থান কত?
[A] 6th
[B] 8th
[C] 10th
[D] 15th
4. নিম্নলিখিত কার Life Insurance Corporation (LIC) -এর ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি হয়েছে?
[A] বি.সি পাটনায়ক
[B] সঞ্জীব মেহেতা
[C] সিদ্ধার্থ মোহান্তি
[D] তবলেশ পান্ডে
5. প্রতিবছর কবে “World Consumer Rights Day” পালিত হয়?
[A] 13 মার্চ
[B] 15 মার্চ
[C] 14 মার্চ
[D] 16 মার্চ
6. সম্প্রতি, কাকে “Silicon Valley Bank” -এর CEO পদে নিযুক্ত করা হয়েছে?
[A] John Mayer
[B] Alan Bett
[C] Tim Myopoulos
[D] Tony Antonies
7. সম্প্রতি, কবে “International Day of Action for Rivers 2023” পালিত হয়েছে?
[A] 11 মার্চ
[B] 12 মার্চ
[C] 13 মার্চ
[D] 14 মার্চ
8. সম্প্রতি, কে “IBA Women’s World Boxing Chapionship” -এর উদ্বোধন করেছেন?
[A] নরেন্দ্র মোদী
[B] দ্রৌপদী মুর্মু
[C] রাজনাথ সিং
[D] অনুরাগ সিং ঠাকুর
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |