Bengali Current Affairs MCQ: 16th November 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 16th November 2022
1. প্রতিবছর কবে “National Press Day” পালিত হয়?
[A] 11 নভেম্বর
[B] 14 নভেম্বর
[C] 16 নভেম্বর
[D] 20 নভেম্বর
2. কোন রাজ্য “Panchayat Extension to Scheduled Areas (PESA) Act” কার্যকর করেছে?
[A] উড়িষ্যা
[B] ছত্তিসগড়
[C] মধ্যপ্রদেশ
[D] ঝাড়খন্ড
3. সুইজারল্যান্ড পর্যটন কাকে “ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর” নিযুক্ত করেছেন?
[A] বিরাট কোহলি
[B] শাহরুখ খান
[C] পি.ভি সিন্ধু
[D] নীরজ চোপড়া
4. প্রতিবছর কবে “International Day for Tolerance” পালিত হয়?
[A] 16 নভেম্বর
[B] 17 নভেম্বর
[C] 18 নভেম্বর
[D] 20 নভেম্বর
5. সম্প্রতি, কোন রাজ্য “7th Amour Falcon Festival” পালন করেছে?
[A] আসাম
[B] মেঘালয়
[C] নাগাল্যান্ড
[D] মনিপুর
6. সম্প্রতি, কবে “Tribal Pride Day” পালিত হয়েছে?
[A] 14 নভেম্বর
[B] 15 নভেম্বর
[C] 16 নভেম্বর
[D] 17 নভেম্বর
7. প্রতিবছর কবে “World Diabetes Day” পালিত হয়?
[A] 12 নভেম্বর
[B] 13 নভেম্বর
[C] 14 নভেম্বর
[D] 15 নভেম্বর
8. সম্প্রতি, কোথায় ” G20 Summit” শুরু হয়েছে?
[A] চীন
[B] ফ্রান্স
[C] চীন
[D] ইন্দোনেশিয়া