Bengali Current Affairs MCQ: 18-19th July 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 18-19th July 2022
1. নিম্নলিখিত কে “Singapore Open Women’s Singles Title 2022” জিতেছে?
[A] Wang Zhiyi
[B] PV Sindhu
[C] Saena Kawakami
[D] Saina Nehwal
2. নিম্নলিখিত কে পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার পেয়েছেন?
[A] সত্য পাল মালিক
[B] বি. ডি মিশ্রা
[C] লা গনেশান
[D] আনন্দিবেন প্যাটেল
3. World Youth Skills Day 2022 –এর থিম কি?
[A] Transforming youth skills for the new generation
[B] Reimagining youth skills post-pandemic
[C] Transforming youth skills for the future
[D] Reimagining youth skills Covid-19
4. প্রতিবছর কবে “World Day for International Justice 2022” পালিত হয়?
[A] 15 জুলাই
[B] 17 জুলাই
[C] 19 জুলাই
[D] 18 জুলাই
5. সম্প্রতি, মহারাষ্ট্র সরকার নিম্নলিখিত কাকে “Mother Terese Memorial Award” দিয়ে সম্মানিত করেছে?
[A] রানী মুখার্জী এবং অমিতাভ বচ্চন
[B] নেহা ধুপিয়া এবং দীনেশ শাহ
[C] কঙ্গনা রানাউত এবং লালজি দাহিয়া
[D] দিয়া মির্জা এবং আফরোজ শাহ
6. সম্প্রতি, কোন রাজ্য সর্বপ্রথম নতুন জাতীয় শিক্ষা নীতি (NEP) -এর বাস্তবায়ন করেছে?
[A] ছত্তিসগড়
[B] উত্তরাখন্ড
[C] তেলেঙ্গানা
[D] অন্ধ্রপ্রদেশ
7. National Stock Exchange (NSE) -এর নতুন MD & CEO পদে কে নিযুক্ত হবেন?
[A] আশীষ কুমার চৌহান
[B] সত্যেন্দ্র জৈন
[C] অমিত চৌহান
[D] শৈলেশ কুমার
8. “Nelson Mandela International Day” কবে পালিত হয়?
[A] 17 জুলাই
[B] 18 জুলাই
[C] 19 জুলাই
[D] 20 জুলাই