Bengali Current Affairs MCQ: 18-19th March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 18-19th March 2022
1. নিম্নলিখিত কে “MIss World 2021” শিরোপা জিতেছে?
[A] Karolina Vidales
[B] Karolina Bielawaska
[C] Anna Leitch
[D] Shree Saini
2. সম্প্রতি, কবে কল্পনা চাওলা -এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?
[A] 15 মার্চ
[B] 17 মার্চ
[C] 19 মার্চ
[D] 25 মার্চ
3. ভারতজুড়ে কবে “Ordance Factories Day” পালিত হয়?
[A] 15 মার্চ
[B] 18 মার্চ
[C] 17 মার্চ
[D] 16 মার্চ
4. একদিবসীয় ক্রিকেটে ঝুলন গোস্বামী _______ টি উইকেট গ্রহণকারী বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন।
[A] 150
[B] 250
[C] 350
[D] 450
5. SAFF U-18 Championship 2022 কোথায় শুরু হয়েছে?
[A] পুনে, মহারাষ্ট্র
[B] আহমেদাবাদ, গুজরাট
[C] বেঙ্গালুরু, কর্ণাটক
[D] জমশেদপুর, ঝাড়খন্ড
6. কোন রাজ্য “Crop Diversification Index” -এ শীর্ষে রয়েছে?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] তেলেঙ্গানা
[C] তামিলনাড়ু
[D] পাঞ্জাব
7. সম্প্রতি, “International Adolescent Health Week” কবে পালিত হবে?
[A] 20-26 মার্চ
[B] 21-27 মার্চ
[C] 22-28 মার্চ
[D]23-29 মার্চ
8. International Day of Mathematics (IDM) 2022 -এর থিম কি ছিল?
[A] Mathematics Unites!
[B] Mathematics is Everywhere
[C] Mathematics for a Better World
[D] Indian Mathematics