Bengali Current Affairs MCQ: 19th May 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 19th May 2022
1. সম্প্রতি, 18 মে তারিখে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল (Lieutenant Governor ) পদ থেকে ইস্তফা দিয়েছেন?
[A] জম্মু ও কাশ্মীর
[B] দিল্লী
[C] পদুচেরী
[D] লাদাখ
2. নিম্নলিখিত কোনটি ভারতের 52তম টাইগার রিজার্ভ হিসেবে চিহ্নিত হয়েছে?
[A] Rollapadu
[B] Ramgarh Vishdhari
[C] Dehing Patkai Wildlife
[D] Kanwar
3. Pieter Elbers নিম্নিলিখিত কোন এয়ারলাইন সংস্থার CEO পদে নির্বাচিত হয়েছেন?
[A] Air India
[B] SpiceJet
[C] Vistara
[D] IndiGo
4. ভারতীয় সেনা কোন রাজ্যে দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং সেন্টার খোলার ঘোষণা করেছেন?
[A] বিহার
[B] আসাম
[C] মনিপুর
[D] তেলেঙ্গানা
5. বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে থেকে ইস্তফা দিয়েছেন। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
[A] বিহার
[B] ত্রিপুরা
[C] আসাম
[D] উড়িষ্যা
6. কোন পদার্থবিদ ‘Templeton Prize 2022’ জিতেছেন?
[A] Andre jim
[B] Vera Rubin
[C] Frank Wilczek
[D] Stephen Hawking
7. ‘International Museum Day 2022’ -এর থিম কী?
[A] Global Co-operation
[B] Cultural Exchange
[C] The Power of Museums
[D] Bio-restoration in Museums
8. সম্প্রতি _________ National Data and Analytics Platform (NDAP) লঞ্চ করেছে।
[A] NITI Aayog
[B] ISRO
[C] Ministry of AYUSH
[D] Finance Commission