Bengali Current Affairs MCQ: 20-21st July 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 20-21st July 2022
1. সম্প্রতি, Henley Passport Index 2022 -অনুযায়ী কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] অস্ট্রেলিয়া
[C] ফ্রান্স
[D] জাপান
2. Henley Passport Index 2022 – এ ভারতের অবস্থান কত?
[A] 80
[B] 87
[C] 91
[D] 105
3. কোন দেশ Asian Games 2023 -এর আয়োজন করবে?
[A] জাপান
[B] মালেশিয়া
[C] ভারত
[D] চীন
4. সম্প্রতি, গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দা কোন দেশে “Paracin Open Chess Title” জিতেছে?
[A] নরওয়ে
[B] সার্বিয়া
[C] ডেনমার্ক
[D] মার্কিন যুক্তরাষ্ট্র
5. Khadi and Village Industries Commission (KVIC) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অরবিন্দ কুমার
[B] মনোজ কুমার
[C] অরুন কুমার সিং
[D] পুরুষোত্তম রুপালা
6. কোন দেশ “Women’s FIH Hockey World Cup 2022” – শিরোপা জিতেছে?
[A] অস্ট্রেলিয়া
[B] নেদারল্যান্ডস
[C] আর্জেন্টিনা
[D] কানাডা
7. কোন রাজ্য সরকার একটি Police App এবং e-FIR পরিষেবা শুরু করেছে?
[A] সিকিম
[B] গুজরাট
[C] উড়িষ্যা
[D] উত্তরাখন্ড
8. কোন দেশ “World Athletics Championships 2025” -এর আয়োজন করবে?
[A] ভারত
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] জাপান
[D] অস্ট্রেলিয়া