Bengali Current Affairs MCQ: 21st May 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 21st May 2022
1. কোন ভারতীয় রাজ্য BA. 4 ওমিক্রন ভ্যারিয়েন্ট -এর রিপোর্ট করেছে?
[A] কেরালা
[B] তেলেঙ্গানা
[C] রাজস্থান
[D] তামিলনাড়ু
2. World Bee Day কবে পালিত হয়?
[A] 15 মে
[B] 19 মে
[C] 20 মে
[D] 21 মে
3. কোন ভারতীয় বক্সার “Women’s World Boxing Championship 2022” -এ 52 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে?
[A] Simranjit Kaur
[B] Pooja Rani
[C] Nikhat Zareen
[D] Lovlina Borgohain
4. “World Hypertension Day” কবে পালিত হয়?
[A] 14 মে
[B] 15 মে
[C] 16 মে
[D] 17 মে
5. অ্যাপেল কে পিছিনে ফেলে, কোন সংস্থা “World’s Most Valuable Company” -এর খেতাব পেয়েছে?
[A] Saudi Aramco
[B] Microsoft
[C] Alibaba
[D] Amazon
6. Central Board of Secondary Education (CBSE) -এর নতুন চেয়ারপার্সন কে নিযুক্ত হয়েছেন?
[A] Indrajit Mahanty
[B] V. Krishnaswamy
[C] Nidhi Chibber
[D] Manoj Ahuja
7. দক্ষিণ কোরিয়া কোন দেশকে পরাজিত করে “Uber Cup 2022” -এর খেতাব জিতেছে?
[A] Indonesia
[B] Singapore
[C] China
[D] Japan
8. World AIDS Vaccine Day – কবে পালিত হয়?
[A] 15 মে
[B] 16 মে
[C] 17 মে
[D] 18 মে