Bengali Current Affairs MCQ: 21st September 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 21st September 2022
1. সম্প্রতি, ভারতীয় নৌ-সেনা 32 বছর পর কোন জাহাজটিকে বাতিল করলো?
[A] INS Khirch
[B] INS Ajay (P34)
[C] INS Khanjar
[D] INS Khukri
2. কোন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছে?
[A] উড়িষ্যা
[B] গুজরাট
[C] কেরালা
[D] মধ্যপ্রদেশ
3. প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কোন রাজ্যে “BJP Mayor’s Conclave” -এর উদ্বোধন করেছেন?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] কর্ণাটক
[D] উত্তরপ্রদেশ
4. নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা প্রকাশিত “বিজ্ঞান প্রগতি” নামক ম্যাগাজিন “National Rajbhasha Kirti Award” পেয়েছে?
[A] CESCRA
[B] ICAR
[C] CSIR
[D] ICSR
5. ‘District Disability Rehabilitation centre (DDRC)’ – কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
[A] কেন্দ্রীয় আইন ও বিচার
[B] কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
[C] কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
[D] কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি
6. সম্প্রতি, প্রকাশিত “Global Crypto Adoption Index 2022” -এ কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] সিঙ্গাপুর
[B] থাইল্যান্ড
[C] ফিনল্যান্ড
[D] ভিয়েতনাম
7. কোন দেশ 2023 সালে “Women’s Under-19 T20 World Cup” হোস্ট করবে?
[A] ভারত
[B] অস্ট্রেলিয়া
[C] ইংল্যান্ড
[D] দক্ষিণ আফ্রিকা
8. সম্প্রতি, স্বাতী পিরামল কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে?
[A] জাপান
[B] ইতালি
[C] জার্মানী
[D] ফ্রান্স