Bengali Current Affairs MCQ: 23rd January 2024 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 23rd January 2024
1. প্রতিবছর কবে “পরাক্রম দিবস” পালিত হয়?
[A] ২২ জানুয়ারী
[B] ২৩ জানুয়ারী
[C] ২৪ জানুয়ারী
[D] ২৫ জানুয়ারী
2. কোন রাজ্যে “Sri Ranganatha Swami Temple” অবস্থিত?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তামিলনাড়ু
3. কোথায় “Ayus Diksha Center” -এর ভিত্তিশীলা স্থাপন করা হয়েছে?
[A] নতুন দিল্লী
[B] ভোপাল
[C] জয়পুর
[D] ভুবেনশ্বর
4. আসামের কোন জেলায় “Sri Sri Auniati Satra Vaishnavite Monastery” অবস্থিত?
[A] কামরূপ
[B] নাগাওঁ
[C] ডিব্রুগড়
[D] মাজুলি
5. সম্প্রতি, কোন দেশ চাঁদে সফলপূর্বক অবতরণ করে পঞ্চম দেশে পরিণত হয়েছেন?
[A] জাপান
[B] ফ্রান্স
[C] সংযুক্ত আরব
[D] দক্ষিণ কোরিয়া
6. “Time Spent Distance Travelled” কার আত্মজীবনী?
[A] রবি কুমার
[B] অন্যান্য শর্মা
[C] দীপক সিং
[D] শিবরাজ ভি. পাটিল
7. কোন রাজ্য “My School -My Pride” অভিযান লঞ্চ করেছে?
[A] অরুণাচল প্রদেশ
[B] হিমাচল প্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] অন্ধপ্রদেশ
8. “Assam’s Braveheart Lachit Barphukan” নামক পুস্তকটি কে লিখেছেন?
[A] অরূপ কুমার দত্ত
[B] অরুন্ধতী রায়
[C] অরুন শৌরি
[D] অরবিন্দ আদিগা
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |