Bengali Current Affairs MCQ: 24th August 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 24th August 2022
1. ভারত সরকার কোন নৃত্যশৈলী কে UNESCO’s Intangible Cultural Heritage List” অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করেছে?
[A] Bhangra
[B] Garba
[C] Lavani
[D] Giddha
2. Shanghai Cooperation Organisation (SCO) -এর প্রতিরক্ষা মন্ত্রীদের বাৎসরিক সভা কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] ভারত
[B] তাজিকিস্তান
[C] উজবেকিস্তান
[D] রাশিয়া
3. ভারতের কোন শহরে প্রথম “Hydrogen Fuel Cell Bus” -এর উন্মোচন করা হয়েছে?
[A] পুনে
[B] বেঙ্গালুরু
[C] মুম্বাই
[D] চেন্নাই
4. “Chandigarh International Airport” -এর ঘোষিত নতুন নাম কি?
[A] Shaheed Bhagat Singh International Airport
[B] Udham Singh International Airport
[C] Kartar Singh Sarabha International Airport
[D] Sukhdev Thapar International Airport
5. নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা “Miss Elite World” শিরোপা জিতেছে?
[A] Dia Mirza
[B] Deep Supriyam
[C] Lara Dutta
[D] Preity Zinta
6. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু -এর সেক্রেটারী পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] নরেশ চন্দ্রা
[B] রাজেশ বর্মা
[C] দীনেশ কুমার
[D] আদিত্য কুমার
7. কোন রাজ্য সরকার “Rural Industrial Park” নির্মাণের ঘোষণা করেছে?
[A] কর্ণাটক
[B] ঝাড়খন্ড
[C] হিমাচল প্রদেশ
[D] ছত্তিসগড়
8. নিম্নলিখিত কোন শহরে “10th National Conference of Women Police” -এর আয়োজন করা হয়েছে?
[A] দেহরাদূন
[B] শিমলা
[C] গ্যাংটক
[D] লখনৌ