Bengali Current Affairs MCQ: 25th January 2024 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 25th January 2024
1. সম্প্রতি, দলজিৎ সিং চৌধুরী ___________ -এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন।
[A] SSB
[B] BSF
[C] CRPF
[D] ITBP
2. “উত্তরপ্রদেশ দিবস” কবে পালিত হয়?
[A] 23 জানুয়ারী
[B] 24 জানুয়ারী
[C] 25 জানুয়ারী
[D] 26 জানুয়ারী
3. ভারতীয় বায়ু সেনা কোন দুটি দেশের বায়ুসেনার সঙ্গে “Desert Knight” নামক ত্রিপক্ষীয় যুক্ত অনুশীলন আয়োজিত করেছিল?
[A] Russia & UAE
[B] UK & Pakistan
[C] France & UAE
[D] China & Australia
4. Indian Republic Day 2024 -এর প্রধান অতিথি কে?
[A] জো বাইডেন
[B] ঋষি শুনাক
[C] এম্মানুয়েল মাক্রোন
[D] ভ্লাদিমির পুতিন
5. ভারতের জাতীয় পতাকা -এর ডিজাইনার কে?
[A] মহাত্মা গান্ধী
[B] জওহরলাল নেহেরু
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] পিঙ্গালি ভেঙ্কাইয়া
6. প্রতিবছর কবে “National Voters Day” পালিত হয়?
[A] 23 জানুয়ারী
[B] 25 জানুয়ারী
[C] 27 জানুয়ারী
[D] 29 জানুয়ারী
7. কোন দুটি দেশ “2nd Cyclone Exercise” -এ অংশগ্রহন করেছে?
[A] ভারত ও মিশর
[B] ভারত ও চীন
[C] মিশর ও সৌদি আরব
[D] আমেরিকা ও রাশিয়া
8. “National Tourism Day” কবে পালিত হয়?
[A] 24 জানুয়ারী
[B] 25 জানুয়ারী
[C] 23 জানুয়ারী
[D] 26 জানুয়ারী
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |