Bengali Current Affairs MCQ: 30-31 March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 30-31 March 2022
1. Saudi Arab Grand Prix 2022 -এর খেতাব কে জিতেছেন?
[A] Carlos Sainz Jr.
[B] Max Verstappen
[C] Sergio Pérez
[D] Charles Leclerc
2. সম্প্রতি, কোন রাজ্যে “11তম জাতীয় সংস্কৃত মহোৎসব” অনুষ্ঠিত হয়েছে?
[A] ছত্তিসগড়
[B] অন্ধ্রপ্রদেশ
[C] পশ্চিমবঙ্গ
[D] ছত্তিসগড়
3. National Para Athletics Championship -এর 20তম সংস্করন কোথায় শুরু হয়েছে?
[A] আহমেদাবাদ, গুজরাট
[B] চেন্নাই, তামিলনাড়ু
[C] ভুবেনেশ্বর, উড়িষ্যা
[D] পুনে, মুম্বাই
4. Robert Abela নিম্নলিখিত কোন দেশের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার নিযুক্ত হয়েছেন?
[A] পর্তুগাল
[B] মালদ্বীপ
[C] সাইপ্রাস
[D] মালটা
5. Balikatan 2022 – মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে সামরিক অনুশীলন?
[A] দক্ষিণ কোরিয়া
[B] ফিলিপিন্স
[C] ফ্রান্স
[D] জাপান
6. সম্প্রতি, কোন ভারতীয় অভিনেত্রী “TIME100 Impact Awards 2022” জিতেছেন?
[A] প্রিয়াঙ্কা চোপড়া
[B] দীপিকা পাডুকোন
[C] করিনা কাপুর
[D] সোনাক্ষী সিনহা
7. HURUN Global U40 Self-Made Billionaires 2022 -এর তালিকায় ভারতের অবস্থান কত?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
8. রমেশ তাওবারকর কোন রাজ্য বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হয়েছেন?
[A] পাঞ্জাব
[B] উত্তরপ্রদেশ
[C] উত্তরাখন্ড
[D] গোয়া