Bengali Current Affairs MCQ: 8th November 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 8th November 2022
1. “National Cancer Awareness” কবে পালিত হয়?
[A] 5 নভেম্বর
[B] 7 নভেম্বর
[C] 2 নভেম্বর
[D] 10 নভেম্বর
2. অক্টোবর 2022 সালের “ICC Player of the Month Award” কে জিতেছেন?
[A] কে. এল রাহুল
[B] রোহিত শর্মা
[C] সূর্যকুমার যাদব
[D] বিরাট কোহলী
3. “World Tsunami Awareness Day” কবে পালিত হয়?
[A] 3 নভেম্বর
[B] 2 নভেম্বর
[C] 4 নভেম্বর
[D] 5 নভেম্বর
4. Collins Dictionary দ্বারা নির্বাচিত ‘Word of the Year 2022′ কী?
[A] Permacrisis
[B] Pandemic
[C] Vaccine
[D] Lockdown
5. পৃথিবীর দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন পরিচালিত দেশ কোনটি?
[A] জাপান
[B] চীন
[C] অস্ট্রেলিয়া
[D] সুইজারল্যান্ড
6. কোন শহর “World Travel Market 2022” -এর আয়োজন করেছে?
[A] রোম
[B] লন্ডন
[C] নিউ দিল্লী
[D] জেনেভা
7. Bharat Petroleum Corporation Limited (BPCL) -এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Prasad K Panicker
[B] R K Gupta
[C] Rajesh Verma
[D] VR Krishna Gupta
8. কোন রাজ্য “Track Asia Cup 2022” আয়োজনের ঘোষণা করেছে?
[A] মহারাষ্ট্র
[B] হিমাচল প্রদেশ
[C] তেলেঙ্গানা
[D] কেরালা