Bengali Current Affairs Quiz: 20 August 2019
Bengali Current Affairs Quiz: 20 August 2019 for competitive exams in Govt, Railway and Bank with the latest information. Bengali Current Affairs Quiz: 20 August 2019 You can try our 2019 current affairs question and answer Here. This section will help you for better preparation for your job interview in the banking sector, govt exams, and railway exams.
Home > Current Affairs Quiz >Bengali Current Affairs Quiz: 20 August 2019
1. কোন IIT যৌন নির্যাতনের সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটি কিট তৈরি করেছে?
[A] IIT মাদ্রাজ [B] IIT খড়্গপুর [C] IIT বোম্বাই [D] IIT কানপুর2. সম্প্রতি কোন রাজ্য সরকার নিকোটিনকে প্রথম শ্রেণীর বিষ হিসাবে শ্রেণিবদ্ধ করেছে?
[A] পাঞ্জাব [B] গোয়া [C] গুজরাট [D] কেরালা3. স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারি করা আদেশ অনুসারে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের অবসরকালীন বয়স কত হবে?
[A] 58 [B] 60 [C] 61 [D] 514. 20 আগস্ট, 2019 -এ কার 75 তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে?
[A] রাজীব গান্ধী [B] জওহরলাল নেহেরু [C] এপিজে আবদুল কালাম [D] নরেন্দ্র মোদী5. কোন দেশ তার সর্বোচ্চ নাগরিক সম্মান “Order of Zayed” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদান করবে?
[A] Bhutan [B] Thailand [C] United Arab Emirates [D] Japan6. সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং কোন রাজ্য থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন?
[A] রাজস্থান [B] পাঞ্জাব [C] গুজরাত [D] উত্তর প্রদেশ7. কোন রাজ্য ‘লেমরু এলিফ্যান্ট রিজার্ভ’ প্রতিষ্ঠা করবে?
[A] আসাম [B] ছত্তিশগড় [C] ওড়িশা [D] হরিয়ানা8. National Payments Corporation of India কোন দেশের সহযোগিতায় একটি নতুন “RuPay JCB Global Card“ চালু করেছে?
[A] জাপান [B] রাশিয়া [C] শ্রীলঙ্কা [D] ভুটান9. ভারতীয় রেলওয়ের সদর দফতর নিম্নলিখিত কোন শহরটিতে অবস্থিত?
[A] মুম্বাই [B] নিউ দিল্লী [C] আহমেদাবাদ [D] লক্ষনৌ10. ভেলোরের বিভাজনের পরে তামিলনাড়ুতে কতটি জেলা থাকবে?
[A] 34 টি [B] 35 টি [C] 36 টি [D] 37 টি