Bengali Gk Question and answer
Home >Question Answer >Bengali Gk Question and answer
31. কোথায় 2019 সালের বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠক হল?
[A] হায়দ্রাবাদ [B] নিউ দিল্লি [C] কোলকাতা [D] মুম্বাই32. অন্তর্বর্তী বাজেটসহ নির্মলা সীতারমন দেশের কত তম বাজেট পেশ করলেন?
[A] 70 তম [B] 61 তম [C] 89 তম [D] 95 তম33. সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ডধারী টেনিস প্লেয়ার জিমি কোনর্স। তিনি কয়টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন?
[A] 102 টি [B] 109 টি [C] 115 টি [D] 125 টি34. স্বাধীন ভারতের প্রথম পূর্ন বাজেট পেশ করেন কোন অর্থমন্ত্রী?
[A] ইন্দিরা গান্ধী [B] জওহরলাল নেহেরু [C] এইচ. এম প্যাটেল [D] আর.কে সম্মুখম চেট্টি35. ট্রেভর বেলিস 2019 ক্রিকেট বিশ্বকাপে কোন দলের কোচ ছিলেন?
[A] নিউজিল্যান্ড [B] অস্ট্রেলিয়া [C] ইংল্যান্ড [D] সাউথ আফ্রিকা36. পর্যটক টানতে ভালচার ভিউ পয়েন্ট গড়ার নির্দেশ দিয়েছেন কোন রাজ্য সরকার?
[A] কেরালা [B] পশ্চিমবঙ্গ [C] ত্রিপুরা [D] অসম37. সরাইকিলা জেলাটি কোথায় অবস্থিত?
[A] কেৱল [B] মনিপুর [C] নাগাল্যান্ড [D] ঝাড়খন্ড38. 2019 ক্রিকেট বিশ্বকাপে মিকি আর্থার কোন দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন?
[A] বাংলাদেশ [B] পাকিস্তান [C] আফগানিস্তান [D] শ্রীলংকা39. অশোক গহলৌত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
[A] ত্রিপুরা [B] অসম [C] মধ্যপ্রদেশ [D] রাজস্থান40. সম্প্রতি ‘হ্যাল ওপেন টেনিস’ প্রতিযোগিতায় দশমবার চ্যাম্পিয়ন হলেন___
[A] রানী পাল [B] রজার ফেডেরার [C] ডেভিড গোফা [D] সেরেনা উইলিয়াম