Bengali GK
Home >Question Answer>Bengali GK
21. ভারতে নির্বাচন কমিশনের সংখ্যা কে নির্ধারণ করেন?
[A] প্রধানমন্ত্রী [B] রাষ্ট্রপতি [C] উপরাষ্ট্রপতি [D] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি22. বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়?
[A] ৩ ডিসেম্বর [B] ২০ ডিসেম্বর [C] ১৯ নভেম্বর [D] ১৮ আগস্ট23. ডায়রিয়া রোগটি _________ঘটিত।
[A] ভাইরাস [B] ব্যাকটেরিয়া [C] প্রোটোজোয়া [D] ছত্রাক24. দক্ষিন ও পূর্ব মধ্যে রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] হাজীপুর [B] বিলাসপুর [C] ভুবেনশ্বর [D] কলকাতা25. মাঞ্চুরিয়ান তৃণভূমি কোথায় দেখা যায়?
[A] উত্তর আমেরিকা [B] দক্ষিন আমেরিকা [C] রাশিয়া [D] অস্ট্রেলিয়া26. কোন শহর “The City that Never Sleeps” নামে পরিচিত?
[A] মেক্সিকো [B] হংকং [C] নিউইয়র্ক [D] মুম্বাই27. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
[A] হিমালয় [B] রকি [C] আন্দিজ [D] আল্পস28. “ভারতের তোতাপাখি” কাকে বলা হয়?
[A] তানসেন [B] সুরদাস [C] সরোজিনী নাইডু [D] আমিরা খসরু29. কোন আইনটি দিয়ে ভারতে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়?
[A] ১৮১৩ সালের সনদ আইন [B] ১৮৫৮ সালের ভারত শাসন আইন [C] ১৮৩৩ সালের সনদ আইন [D] ১৮৩৫ সালের ভারত শাসন আইন30. ” A thing of beauty is a joy for ever”____উক্তিটি কার?
[A] শেলি [B] ওয়ার্ডসওয়ার্থ [C] জন কীটস [D] মিল্টন