Bengali Quiz Question Answer (50+ সাধারণ জ্ঞান Quiz)

Bengali Quiz Question

Home >Question Answer >Bengali Quiz Question Answer

31. বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি?

[A] ঈগল

[B] সিংহ 

[C] মোরগ 

[D] বাজপাখি 

Show Ans

Correct Answer: [B] সিংহ 

32. “সূর্য সিদ্ধান্ত” বইটি কার লেখা?

[A] বরাহমিহির 

[B] আর্যভট্ট 

[C] সুশ্রত 

[D] উপরের কোনটিই নয় 

Show Ans

Correct Answer: [A] বরাহমিহির 

33. সম্রাট অশোকের ভাইয়ের নাম কি ছিল?

[A] সূত্ৰক 

[B] কুনাল 

[C] তিসা 

[D] হৃষ্যশৃঙ্গ 

Show Ans

Correct Answer: [C] তিসা 

34. “মেত্তুর বাঁধ” কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

[A] গোদাবরী 

[B] কাবেরী 

[C] তাপ্তি 

[D] গঙ্গা 

Show Ans

Correct Answer: [B] কাবেরী 

35. নিচের কোন রাজ্যের আইনসভা সবচেয়ে বড়?

[A] অন্ধ্রপ্রদেশ 

[B] বিহার 

[C] মহারাষ্ট্র 

[D] উত্তরপ্রদেশ 

Show Ans

Correct Answer: [D] উত্তরপ্রদেশ 

36. হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী?

[A] জমির কম উৎপাদনশীলতা 

[B] কৃষিকার্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ না করা 

[C] জলসেচ ব্যবস্থার সুবিধা না থাকা 

[D] ক্ষুদ্র ক্ষুদ্র জোত্ জমিতে বিভাজন ও খন্ডিতকরন তৈরি

Show Ans

Correct Answer: [D] ক্ষুদ্র ক্ষুদ্র জোত্ জমিতে বিভাজন ও খন্ডিতকরন তৈরি

37. মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয়?

[A] ট্রাঙ্কুইলাইজার 

[B] এন্টিপাইরোটিক্স 

[C] এনালজেসিক্স 

[D] এন্টিবায়োটিক

Show Ans

Correct Answer: [B] এন্টিপাইরোটিক্স 

38. ফার্সি ভাষায় কোন শিখগুরু “জফরনামা” নামক বইটি রচনা করেন?

[A] গুরু হররাই 

[B] গুরু গোবিন্দ সিং 

[C] গুরু হরিকিষেন 

[D]  গুরু তেগবাহাদুর

Show Ans

Correct Answer: [A] গুরু হররাই 

39. কাজের বিনিময়ে খাদ্য ( Food for work ) কবে চালু হয়?

[A] ১৯৭৪-১৯৭৫

[B] ১৯৭৫-৭৬

[C] ১৯৭৭-৭৮

[D] ১৯৭৯-৮০

Show Ans

Correct Answer: [C] ১৯৭৭-৭৮

40  ” চুক্কার ” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] সাঁতার 

[B] শুটিং 

[C] পোলো 

[D] টেনিস 

Show Ans

Correct Answer: [C] পোলো 

5 thoughts on “Bengali Quiz Question Answer (50+ সাধারণ জ্ঞান Quiz)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Scroll to Top