Child Psychology MCQ in Bengali প্রাইমারি টেট ও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য আমরা শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা থেকে অধ্যায় ভিত্তিক MCQ নিয়ে এসেছি। পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখতে নিচের প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে।
Child Psychology MCQ in Bengali
পঞ্চম অধ্যায় – পরিশিক্ষন উদ্দেশ্যাবলি
1) মানুষের আচরণ সবসময় উদেশ্যমুখী, বলেছেন__
[A] গার্নার
[B] ম্যাসলো
[C] ম্যাকভুজ
[D] ম্যাকডুগাল
2) শিক্ষা হল__
[A] মানুষের মধ্যে সম্ভাবনা গুলির বিকাশ
[B] সামাজিক উন্নয়নমুখী প্রক্রিয়া
[C] গতিশীল পপ্রক্রিয়া
[D] সবকটি সঠিক
3) পরিশিক্ষন আধুনিক অর্থে__
[A] অনুকরণের প্রক্রিয়া
[B] সাহায্যদানের প্রক্রিয়া
[C] সহযোগিতার প্রক্রিয়া
[D] সহায়তার প্রক্রিয়া
4) ইতিহাস পাঠের উদ্দেশ্য হল__
[A] সমাজ উন্নয়ন
[B] শিক্ষার্থীদের সমাজ সম্পর্কে ধারণা দান
[C] শিক্ষার্থীদের সংগঠনিক রূপের বিবর্তনের সাথে পরিচিত করা
[D] সমাজের অগ্রগতি দান
5) গণিত শিক্ষাদানের উদ্দেশ্য হল__
[A] গণিত পাঠের পারদর্শিতা দান
[B] শিক্ষার্থীদের গণনার কৌশল সম্পাদনে সহায়তা
[C] গাণিতিক উন্নয়ন
[D] গণিত ক্ষমতার বিকাশে সহায়তা
6) বর্তমান শিক্ষার লক্ষ্য হল__
[A] সামাজিক অগ্রগতি দান
[B] সমাজ কল্যাণ মুখী করা
[C] শিক্ষার্থীর সকল সম্ভাবনার বিকাশ
[D] সবগুলির মিশ্রণ
7) SOLS -এর পুরো নাম কি?
[A] Specific Objectives of Learner
[B] Specific Objectives of Learning
[C] Special Objectives of Learner
[D] Special Observer of Learning
Child Psychology MCQ in Bengali
8) জীববিজ্ঞানীরা ‘Taxonomy’ শব্দটি কোন শ্রেণী বিন্যাসে ব্যবহার করে?
[A] উদ্ভিদ
[B] প্রাণী
[C] উদ্ভিদ ও প্রাণী
[D] সামাজিক
9) মানুষের আচরণগুলো হল__
[A] শিক্ষক নির্মিত
[B] শিখন প্রক্রিয়া
[C] শিক্ষার্থীর নির্ধারক
[D] শিখন সঞ্চালনমূলক
10) শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আচরণগুলো হল__
[A] শিক্ষক নির্মিত
[B] শিখন প্রক্রিয়া
[C] শিখন সঞ্চালনমূলক
[D] শিক্ষার্থীর নির্ধারক
11) শিক্ষার্থীর প্রত্যাশিত আচরণগুলি হল__
[A] ক্ৰমবৰ্ধমান
[B] ক্রমোন্নয়ন
[C] ক্রমোচ্চশীল
[D] ক্রমনিম্নমান
12) ব্লুম শিক্ষার অনুভূতিমূলক স্তরের উদ্দেশ্য গুলিকে ভাগ করেছেন__
[A] 5 ভাগে
[B] 6 ভাগে
[C] 7 ভাগে
[D] 8 ভাগে
13) পরিশিক্ষনের জন্য উদ্দেশ্য নির্ধারণ করা মূলক কাজ__
[A] শিক্ষক -এর
[B] শিক্ষার্থী- এর
[C] অবিভাবক -এর
[D] সমাজ -এর
14) বোধগম্যতার পর্যায় হল__
[A] অনুবাদকরন
[B] তাৎপর্য নির্নয় করন
[C] অভিক্ষিপ্তকরন
[D] সবকটি
15) পূর্বে পরিশিক্ষণকে কার কাজ হিসাবে বিবেচনা করা হত__
[A] পরামর্শ দান
[B] নির্দেশ দান
[C] মূল্যায়ন
[D] প্রবণতা
Download কি করে করবো
কিছু প্রশ্ন আরো দেওয়া বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি pdf টি পেয়ে যাবেন। ধন্যবাদ।