বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 6 August 2020: প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 6 August 2020
1. শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] উত্তরপ্রদেশ
[D] মহারাষ্ট্র
2. 2020 সালের 4 আগস্ট কোন দেশের রাজধানী শহরটি একটি বিশাল বিস্ফোরণে কেঁপে উঠে?
[A] ভিয়েতনাম
[B] লেবানন
[C] তুরস্ক
[D] পাকিস্তান
3. পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্রের ভারতের কোন রাজ্যের অংশ অন্তর্ভুক্ত রয়েছে?
[A] রাজস্থান
[B] পাঞ্জাব
[C] মধ্যপ্রদেশ
[D] গুজরাট
4. বৈষ্ণো দেবী যাত্রা কোন তারিখ থেকে শুরু হবে?
[A] 17 আগস্ট
[B] 16 আগস্ট
[C] 20 আগস্ট
[D] 30 আগস্ট
5. লেবাননের রাজধানী বৈরুট। লেবাননের মুদ্রা কী?
[A] রুফিয়া
[B] লিরা
[C] রিয়াল
[D] তোমার
6. Indian Council for Cultural Relations (ICCR) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] মুম্বাই
[B] কোলকাতা
[C] চেন্নাই
[D] নিউ দিল্লি
Download Monthly Current Affairs PDF