বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 7 August 2020 :প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 7 August 2020
1. মনোজ সিনহা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন লেফটেনান্ট গভর্নর পদে নিযুক্ত হয়েছেন?
[A] চন্ডীগড়
[B] পুদুচেরি
[C] লাদাখ
[D] জম্মু ও কাশ্মীর
2. ‘জাতীয় তাঁত দিবস’ কবে পালিত হয়?
[A] 6 আগস্ট
[B] 7 আগস্ট
[C] 8 আগস্ট
[D] 9 আগস্ট
3. FutureBrand Index 2020 অনুসারে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি?
[A] Microsoft
[B] Google
[C] Tencent
[D] Apple
4. 20 তম New York Indian Film Festival (NYIFF) -এ কোন মালায়ালম চলচিত্রটি ‘সেরা চলচিত্র পুরস্কার পেয়েছে?’
[A] Moothon
[B] Shylock
[C] Forensic
[D] Kappela
5. ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রী কে?
[A] হর্ষবর্ধন
[B] পীযূষ গোয়েল
[C] নির্মলা সীতারমন
[D] রাজনাথ সিং
Download Monthly Current Affairs PDF