Current Affairs in Bengali:20-21 December 2019: এই Current Affairs বিভাগটি হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc.
1. 2019 সালের জন্য Forbes top-100 Indian celebrities তালিকায় কে প্রথম স্থান পেয়েছে?
Short Note : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিForbes top-100 Indian Celebrities তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার এবং তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান।
2. দুটি ওয়ানডে হ্যাটট্রিক নেওয়া প্রথম ভারতীয় কে?
Short Note : ভারতীয় স্পিনার কুলদীপ যাদব দুটি ওয়ানডে হ্যাটট্রিক করে প্রথম ভারতীয় বোলার হয়েছেন। 18 ডিসেম্বর, 2019 তারিখে তিনি বিশাখাপত্তনমের VDCA Cricket Stadium -এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দ্বিতীয় ODI -এ রেকর্ডটি তৈরি করেছিলেন।
3. কোন দেশ ‘Gandhi Citizenship Education Award’ ঘোষণা করেছে?
Short Note : পর্তুগাল প্রধানমন্ত্রী Antonio Costa, Gandhi Citizenship Education Award ঘোষণা করেছেন, মহাত্মা গান্ধীর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে।আন্তোনিও কস্তা বলেছেন যে গান্ধী নাগরিকত্ব পুরষ্কার সমাজকল্যাণে নিবেদিত হবে।
4. মানব সংহতি আন্তর্জাতিক দিবস প্রতি বছর কবে পালন করা হয়?
[A] 20 ডিসেম্বর [B] 18 ডিসেম্বর [C] 21 ডিসেম্বর [D] 19 ডিসেম্বর
Show Ans
Correct Answer: [A] 20 ডিসেম্বর
Short Note : আন্তর্জাতিক সংহতি দিবস বা ‘International Day of Human Solidarity’ প্রতি বছর 20 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক পালিত হয়। 22 ডিসেম্বর 2005 এ জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনের জন্য একটি প্রস্তাব পাস করে।
5. ‘Jalasathi’ প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছিল?
Short Note : ওড়িশা রাজ্য সরকার সমস্ত পরিবারকে নিরাপদ পানীয় জল সরবরাহের জন্য প্রবেশের জন্য জালাসাথী প্রকল্পটি সম্প্রতি চালু করেছিল।
6. অন্ধ্রপ্রদেশের অক্টপাস কি?
[A] Anti-encroachment Drive [B] Science research Institute [C] Counter-terrorism Unit [D] Water management Authority
Show Ans
Correct Answer: [C] Counter-terrorism Unit
Short Note : অক্টোপাস অন্ধ্র প্রদেশের একটি সন্ত্রাসবাদ বিরোধী শক্তি। OCTOPUS বা Organisation for Counter-Terrorist Operations একটি অভিজাত ইউনিট এবং সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সুরক্ষা কভার হিসাবে নিয়োগ করা হয়েছিল। এটি 2007 সালে গঠিত হয়েছিল।
7. ‘Mukhyamantri Suposhan Abhiyan’ কোন রাজ্যের একটি প্রকল্প?
[A] পশ্চিমবঙ্গ [B] ঝাড়খন্ড [C] উড়িষ্যা [D] ছত্তিসগড়
Show Ans
Correct Answer: [D] ছত্তিসগড়
Short Note : সুপোশন অভিযান ছত্তিসগড় রাজ্য সরকারের একটি পরিকল্পনা। রাজ্য সম্প্রতি এই প্রকল্পের আওতায় স্থানীয় ভাষায় তথ্য প্রচারের কাজ চালিয়েছিল যাতে এই অঞ্চলের বনবাসী এবং আদিবাসীদের বিভিন্ন সরকারী উদ্যোগ সম্পর্কে সচেতনতা তৈরি হয়।
8. সম্প্রতি চালু হওয়া EChO Network কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত?
[A] Indian military technology [B] Indian ecology and environment [C] India’s satellite network [D] Indian foreign policy
Show Ans
Correct Answer: [B] Indian ecology and environment