Current Affairs in Bengali: 24 December
Current Affairs in Bengali: 24 December 2019: এই Current Affairs বিভাগটি হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc.
1. নিচের মধ্যে কে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছে?
[A] মোহাম্মদ সালেম
[B] আবদুল্লাহ আবদুল্লাহ
[C] মকসুদ আলম
[D] আশরাফ গণি
3. জাতীয় কৃষক দিবস ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে পালন করা হয়?
[A] চন্দ্র শেখর
[B] চরণ সিং
[C] মোরারজি দেশাই
[D] গুলজারিলাল নন্দ
4. কির্তিপুর গার্লস হোস্টেলটি কোন দেশের সশস্ত্র পুলিশ বাহিনীর জন্য ভারত সরকার নির্মাণ করে?
[A] বাংলাদেশ
[B] মায়ানমার
[C] শ্রীলংকা
[D] নেপাল
5. ভারতের জাতীয় গণিত দিবস কোন ব্যক্তির স্মরণে পালন করা হয়?
[A] D.R.Kaprekar
[B] Aryabhata
[C] Srinivasa Ramanujan
[D] C.R.Rao
6. FDA সম্প্রতি Ervedo -এর অনুমোদন দিয়েছে। Ervedo কী?
[A] ছোট পক্স ভ্যাকসিন
[B] ইবোলা ভ্যাকসিন
[C] পোলিও ভ্যাকসিন
[D] হামের টিকা
7. 6th Qatar International Cup এ মহিলাদের 49 কেজি Weightlifting বিভাগে কে স্বর্ণ জিতেছেন?
[A] Geeta Rani
[B] Punam Yadav
[C] Mirabai Chanu
[D] Santoshi Matsa
8. সম্প্রতি পশ্চিম আফ্রিকা ঘোষিত সাধারণ মুদ্রার নাম কী?
[A] NAT
[B] ROAR
[C] ECO
[D] COIN
9. নিচের মধ্যে কে সম্প্রতি ভারতের বিদেশসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন?
[A] Vivek Bansal
[B] Harsh Vardhan Shringla
[C] Pawan Chaturvedi
[D] Anupam Trivedi
10. কবে আংশিক সূর্যগ্রহণ সমগ্র ভারত জুড়ে দৃশ্যমান হবে?
[A] December 27th
[B] December 26th
[C] December 28th
[D] December 25th