Current Affairs in Bengali: 4th December 2019: এই Current Affairs বিভাগটির হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc. Current Affairs in Bengali: 4th December, Current Affairs in Bengali: 4th December Current Affairs in Bengali: 4th December
1. Global Climate Risk Index 2020 -এ ভারতের অবস্থান কত?
[A] দ্বিতীয় [B] তৃতীয় [C] চতুর্থ [D] পঞ্চম2. Global Climate Risk Index 2020-এ সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকার শীর্ষে কোন দেশ?
[A] ফিলিপিন্স [B] জার্মানি [C] শ্রীলঙ্কা [D] জাপান3. ‘Alphabet’ – এর নতুন CEO কে নিযুক্ত হয়েছেন?
[A] সার্জি ব্রিন [B] ল্যারি পেজ [C] সুন্দর পিচাই [D] মার্ক জুকারবার্গ4. প্রতি বছর ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয়?
[A] 4th December [B] 6th December [C] 3rd December [D] 5th December5. ভারত ও ADB কোন রাজ্যে নগর পরিষেবা জোরদার করতে 206 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করেছে?
[A] তেলঙ্গানা [B] অন্ধ্রপ্রদেশ [C] আসাম [D] তামিলনাড়ু6. সূর্য কিরণ, ভারতের একটি যৌথ সামরিক মহড়া কোন দেশের সাথে?
[A] চীন [B] ভুটান [C] মায়ানমার [D] নেপাল7. জাতীয় প্রতীকের অপব্যবহারের জন্য সরকার কর্তৃক সর্বোচ্চ জরিমানা কোনটি?
[A] Rs. 3 lakh [B] Rs. 5 lakh [C] Rs. 2 lakh [D] Rs. 1 lakh8. 18 তম World Wind Energy Conference and Exhibition (WWEC2019) কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
[A] স্পেন [B] ইজরায়েল [C] জার্মানি [D] ব্রাজিল9. যৌন হয়রানির সাথে সম্পর্কিত অনলাইনে অভিযোগ নিবন্ধ করার জন্য ভারতে কোন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে?
[A] Mahila Raksha [B] Sharam [C] Aprajita [D] SHe-Box10. সম্প্রতি কোন দেশ World Heritage Committee -র সদস্য নির্বাচিত হয়েছে?
[A] ইন্দোনেশিয়া [B] মালেশিয়া [C] থাইল্যান্ড [D] লাওস [gs-fb-comments]