Current Affairs in Bengali: 6 December 2019: এই Current Affairs বিভাগটির হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc. Current Affairs in Bengali: 6 December, Current Affairs in Bengali: 6 December Current Affairs in Bengali: 6 December
1. 2018 সালে কোন দেশ ম্যালেরিয়া ক্ষেত্রে সবচেয়ে দ্রুত হ্রাস পেয়েছে?
[A] বাংলাদেশ [B] শ্রীলংকা [C] ভারত [D] মায়ানমার2. বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট ২০১৯ অনুসারে কোন দেশটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ম্যালেরিয়া ক্ষেত্রে আক্রান্ত হয়েছে?
[A] ভারত [B] মোজাম্বিক [C] নাইজেরিয়া [D] নাইজার3. মরণোত্তর জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরষ্কার 2019 কে পেয়েছেন?
[A] Shreya Gopinath [B] N Shoba [C] Lini Sajeesh [D] Suni Sreejith4. নিচের মধ্যে কে সম্প্রতি ইউনিসেফের (UNICEF) কাছ থেকে ”Danny Kaye Humanitarian Award” লাভ করেছেন?
[A] প্রিয়াঙ্কা চোপড়া [B] হৃতিক রোশন [C] দীপিকা পাড়ুকোন [D] অনিল কাপুর5. কেন্দ্রীয় মন্ত্রী হরসিম্রত কৌর বাদল কোন রাজ্যে প্রথম Mega Food Park উদ্বোধন করেছিলেন?
[A] হিমাচল প্রদেশ [B] মধ্য প্রদেশ [C] পাঞ্জাব [D] কর্ণাটক6. Abu Dhabi Grand Prix title 2019 কে জিতল?
[A] Charles Leclerc [B] Lewis Hamilton [C] Valtteri Bottas [D] Max Verstappen7. নাসার কোন মহাকাশযান সম্প্রতি বিধ্বস্ত হওয়া ভারতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমকে খুঁজে পেয়েছে?
[A] Landsat7 [B] CALIPSO [C] Aura [D] LRO8. ভারতের প্রথম মেরিটাইম যাদুঘরটি কোন স্থানে প্রতিষ্ঠিত হবে?
[A] Bhangarh [B] Kovalam [C] Dibrugarh [D] Lothal9. Indigenous Faith Day 2019 কোন রাজ্যে পালিত হয়েছিল?
[A] উত্তরাখন্ড [B] অরুণাচল প্রদেশ [C] সিকিম [D] নাগাল্যান্ড10. কে Ballon d’Or award 2019 জিতেছে?
[A] Cristiano Ronaldo [B] Virgil van Dijk [C] Lionel Messi [D] Mohamed Salah [gs-fb-comments]