Current Affairs in Bengali PDF: 21st October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
Current Affairs in Bengali PDF: 21st October 2020
1. ভারতে কোন মশলার চাষ প্রথমবার শুরু হয়েছে?
[A] জাফরান
[B] জিরা
[C] হলুদ
[D] হিং
2. DRDO, 19 অক্টোবর 2020 তারিখে কোন মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে?
[A] SANT
[B] Tank
[C] STARK
[D] Shakti
3. 19 অক্টোবর 2020 তারিখে 7.5 তীব্রমাত্রার ভূমিকম্প কোন দেশের সমুদ্র উপকূলে ছড়িয়ে পরে?
[A] মালেশিয়া
[B] আলস্কা
[C] ইন্দোনেশিয়া
[D] অস্ট্রেলিয়া
4. কোন রাজ্যে ভারতের প্রথম ‘মাল্টি-মোডাল লজিস্টিক পার্ক’ নির্মিত হতে চলেছে?
[A] উত্তরাখন্ড
[B] আসাম
[C] উত্তরপ্রদেশ
[D] গুজরাট
5. NASA, চাঁদে 4G সেলুলার নেটওয়ার্ক নির্মাণের জন্য কোন সংস্থাকে নির্বাচন করেছে?
[A] Reliance Jio
[B] Nokia
[C] Vodafone
[D] Nippon
6. SEBI দ্বারা গঠিত Market Data Advisory Committee (MDAC) -এর প্রধান কে?
[A] আদিত্য পুরি
[B] রজনীশ কুমার
[C] অজয় ত্যাগী
[D] মাধবী পুরি বুচ
7. World Statistics Day বা বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়?
[A] 18 অক্টোবর
[B] 19 অক্টোবর
[C] 20 অক্টোবর
[D] 21 অক্টোবর
8. DRDO -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] দিল্লী
[B] মুম্বাই
[C] চেন্নাই
[D] বিশাখাপত্তনম
To Download Bangla Current Affairs MCQ: 21-22 October 2020 – Click Here
For More Daily Current Affairs – Click Here