Current Affairs MCQ Pdf: 1 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Current Affairs MCQ Pdf: 1 January 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 1 January 2021
1. প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী 1লা জানুয়ারী 2021 তারিখে কয়টি রাজ্যে লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন?
[A] চার
[B] পাঁচ
[C] ছয়
[D] সাত
2. ‘DRDO’s Scientist of the Year Award’ দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে?
[A] P Kunhikrishnan
[B] S Somnath
[C] Hemant Kumar Pandey
[D] Sam Dayal Dev
3. সম্প্রতি ‘মাইলাদুথুরাই’ কোন রাজ্যের 38তম জেলা হিসাবে স্থাপিত হয়েছে?
[A] কর্ণাটক
[B] তামিলনাড়ু
[C] কেরালা
[D] অন্ধ্রপ্রদেশ
4. সম্প্রতি ভারত সরকার দেশের সর্বোচ্চ “মৌসম বিজ্ঞান কেন্দ্র”(Meteorological Centre) কোথায় স্থাপিত করেছে?
[A] মানালি
[B] লেহ
[C] শ্রীনগর
[D] কোনটিই সঠিক নয়
5. সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় INS Khukri Memorial-এর উদ্ভোদন করেন?
[A] পানাজি
[B] আন্দামান ও নিকোবর
[C] দমন ও দিউ
[D] লাক্ষাদ্বীপ
6. Tesla -এর বর্তমান CEO কে?
[A] Bill Gates
[B] Elon Musk
[C] Jack Ma
[D] Warren Buffett
7. India Meteorological Department -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] কোলকাতা
[B] নিউ দিল্লি
[C] মুম্বাই
[D] দেরাদুন
8. Reserve Bank Of India (RBI) কবে প্রতিষ্ঠিত হয়?
[A] 1925
[B] 1935
[C] 1945
[D] 1929
Read More: Current Affairs MCQ: 29 December
Download Current Affairs PDF: 1st January 2021