Current Affairs MCQ Pdf: 1 May 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 1 May 2021
1. Bharat Earth Movers Limited (BEML) -এর নতুন ম্যানেজিং ডাইরেক্টর (MD) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অশোক গুমা
[B] অমিত ব্যানার্জি
[C] বি. মুরলীধর
[D] সিদ্ধান্ত শুক্লা
2. সম্প্রতি কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম “WILD Innovator Award” পেয়েছেন?
[A] মোনিকা বাত্রা
[B] রোহিনী গুমা
[C] অনুষ্কা চৌহান
[D] কৃথি কারান্ত
3. নিম্নলিখিত কোন দিবসটি, 30 এপ্রিল তারিখে পালিত হয়?
[A] International Jazz Day
[B] International Day of Non-Violence
[C] World Post Day
[D] World Teacher’s Day
4. সম্প্রতি, কাকে ভারতের অর্থ সচিব পদে নিযুক্ত করা হয়েছে?
[A] অজয় শেঠ
[B] প্রদীপ কুমার সিনহা
[C] টি. ভি সোমনাথন
[D] অতুল বোথরা
5. সম্প্রতি, TATA Group নিম্নলিখিত কোন কোম্পানিকে ক্রয় করেছে?
[A] Flipkart
[B] Big Basket
[C] Myntra
[D] Snapdeal
6. সম্প্রতি, কাকে Bajaj Auto -এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে?
[A] রাহুল বাজাজ
[B] নীরজ বাজাজ
[C] সচিন বনসল
[D] কল্যাণ কৃষ্ণমূর্তি
7. সম্প্রতি, “Tata Sons” রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?
[A] 3 কোটি
[B] 5 কোটি
[C] 7 কোটি
[D] 10 কোটি
8. Chandler Good Government Index (CGGI) 2021 -এ ভারতের অবস্থান কত?
[A] 36 তম
[B] 49 তম
[C] 54 তম
[D] 67 তম
Current Affairs MCQ Pdf: 1st May 2021: Download