Current Affairs MCQ Pdf: 11 February 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 11 February 2021
1. সম্প্রতি কবে বাবা আমতে (Baba Amte) – এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে?
[A] 6 ফেব্রুয়ারী
[B] 7 ফেব্রুয়ারী
[C] 8 ফেব্রুয়ারী
[D] 9 ফেব্রুয়ারী
2. সম্প্রতি কে “Voice of the Customer” পুরস্কার জিতেছে?
[A] Chennai International Airport
[B] Veer Savarkar International Airport
[C] Kempegowda International Airport
[D] Jaipur International Airport
3. সম্প্রতি কোন রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশের সঙ্গে সীমানা বিবাদের জন্য সুপ্রিম কোর্ট যাওয়ার নির্নয় নিয়েছে?
[A] তামিলনাডু
[B] উড়িষ্যা
[C] কর্ণাটক
[D] ছত্তিসগড়
4. সম্প্রতি কবে World Pulses Day বা বিশ্ব ডাল দিবস পালিত হয়েছে?
[A] 9 ফেব্রুয়ারী
[B] 10 ফেব্রুয়ারী
[C] 11 ফেব্রুয়ারী
[D] 8 ফেব্রুয়ারী
5. সম্প্রতি প্রয়াত রাজীব কুমার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
[A] গায়ক
[B] পত্রকার
[C] অভিনেতা
[D] লেখক
6. সম্প্রতি জানুয়ারী 2021 -এর ICC Men’s Player of the Month -কে পেয়েছেন?
[A] বিরাট কোহলি
[B] শিখর ধবন
[C] ঋষভ পন্থ
[D] রোহিত শর্মা
7. সম্প্রতি কোন রাজ্য সরকার “Covid যৌদ্ধা স্মারক” নির্মাণের নির্নয় নিয়েছে?
[A] কর্ণাটক
[B] কেরল
[C] অন্ধ্রপ্রদেশ
[D] উড়িষ্যা
8. সম্প্র্রতি কোথায় 14তম International Children’s Film Festival সম্পন্ন হয়েছে?
[A] ব্রাজিল
[B] সিঙ্গাপুর
[C] বাংলদেশ
[D] ভারত
Read More: Current Affairs PDF 10th February 2021
Download Current Affairs PDF 11th February 2021