Current Affairs MCQ Pdf: 11 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 11 January 2021
1. সম্প্রতি ভারতে “ব্রিটিশ হাই কমিশনার” পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Kim Adhanom
[B] Philip Barton
[C] Alexander Ellis
[D] Borris Johnson
2. সম্প্রতি ‘Gem and Jewellery Domestic Council’ (GJC) -এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?
[A] মেহুল মেহেতা
[B] আশিষ পিথে
[C] রাহুল গোনেক্কা
[D] সাইয়াম মেহেরা
3. সম্প্রতি “প্রবাসী ভারতীয় দিবস” কবে পালিত হয়েছে?
[A] 7 জানুয়ারী
[B] 8 জানুয়ারী
[C] 9 জানুয়ারী
[D] 10 জানুয়ারী
4. সম্প্রতি ‘All India Football Federation’ -এর প্রথম উপ-মহাসচিব পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রাজ্ আয়ের
[B] সুমন্ত গৌতম
[C] অভিষেক যাদব
[D] উপরের কোনটিই সঠিক নয়
5. সম্প্রতি কোন দেশ ফতেহ -১ রকেট সিস্টেমের সফলপূর্বক পরীক্ষন করেছে?
[A] বাংলাদেশ
[B] ভারত
[C] চীন
[D] পাকিস্তান
6. সম্প্রতি প্রয়াত ‘মাধব সিং সোলাঙ্কি’ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] আসাম
[D] হরিয়ানা
7. United Nations Security Council (UNSC) কবে প্রতিষ্টিত হয়?
[A] 1942
[B] 1943
[C] 1944
[D] 1945
8. State Bank of India (SBI) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] নিউ দিল্লি
[B] কোলকাতা
[C] ভোপাল
[D] মুম্বাই
Read More: Current Affairs MCQ: 9 January
Download Current Affairs PDF: 11th January 2021