Current Affairs MCQ Pdf: 11 May 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 11 May 2021
1. সম্প্রতি, আসামের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন?
[A] প্রকাশ গুমা
[B] সর্বানন্দ সোণোৱাল
[C] হেমন্ত বিশ্বা শর্মা
[D] হিমদাস কোহলী
2. নিম্নলিখিত কে বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ “মাউন্ট এভারেস্ট” 25 বার জয় করেছেন?
[A] বিরাট চন্দ্রা
[B] কামী রিতা শেরপা
[C] গীতা মিত্তল
[D] মারিয়া শারাপোভা
3. পশ্চিমবঙ্গ বিধানসভায় কে পুনরায় অধ্যক্ষ হয়েছেন?
[A] অঙ্কিত কুমার
[B] রমেশ সিং
[C] বিমান ব্যানার্জি
[D] ত্রিলোক পুরি
4. World Migratory Bird Day কবে পালিত হয়?
[A] 7 মে
[B] 8 মে
[C] 9 মে
[D] 10 মে
5. সম্প্রতি প্রকাশিত, “BENGAL 2021: An Election Diary” পুস্তকটি কে লিখেছেন?
[A] প্রতিভা জোশি
[B] দ্বীপ হালদার
[C] রামেশ্বরম পাঠক
[D] অমিতা গুমা
6. সম্প্রতি কবে “মহরানা প্রতাপ সিং” জয়ন্তী কবে পালিত হয়?
[A] 9 মে
[B] 8 মে
[C] 7 মে
[D] 6 মে
7. সম্প্রতি, কবে “মহরানা প্রতাপ সিং” এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?
[A] 6 মে
[B] 7 মে
[C] 8 মে
[D] 9 মে
8. সম্প্রতি প্রয়াত মহারাজা কিষান কৌশিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] ক্রিকেট
[B] ব্যাডমিন্টন
[C] ভলিবল
[D] হকি
Current Affairs MCQ Pdf: 11 May 2021: Download