Current Affairs MCQ Pdf: 12th August 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 12th August 2021
1. সম্প্রতি, কোন রাজ্য সরাকর “Out of Pocket Treatment Scheme” শুরু করেছে?
[A] কেরালা
[B] পশ্চিমবঙ্গ
[C] মেঘালয়
[D] রাজস্থান
Show Ans
Correct Answer: [C] মেঘালয়
Short Note: Covid-19 রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য মেঘালয় রাজ্য সরকার “Out of Pocket Treatment Scheme” শুরু করেছে। মেঘালয় (Meghalaya) –
- প্রতিষ্ঠা – 21 জানুয়ারী 1972
- রাজধানী – শিলং
- রাজ্যপাল – সত্যপাল মালিক
- মুখ্যমন্ত্রী – কোনার্ড সাংমা
- প্রতিবেশী রাজ্য – অসম
- আন্তর্জাতিক সীমানা – বাংলাদেশ
- লোকসভা আসন- 2, রাজ্যসভা আসন – 1, বিধানসভা আসন – 60
2. সম্প্রতি, 8 আগস্ট 2021 সালে কোন রাজ্য “Hareli Festival” উদযাপিত হয়েছে?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] তামিলনাড়ু
[D] ছত্তিসগড়
Show Ans
Correct Answer: [D] ছত্তিসগড়
Short Note:
ছত্তিসগড় (Chattisgarh) –
- প্রতিষ্ঠা – 1 নভেম্বর 2000
- রাজধানী – নতুন রায়পুর
- মুখ্যমন্ত্রী – ভুপেশ বাঘেল
- রাজ্যপাল – অনুসুইয়া উইকে
- প্রতিবেশী রাজ্য – মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ
- লোকসভা আসন – 11, রাজ্যসভা আসন – 5, বিধানসভা আসন – 90
3. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “e-Nagar” মোবাইল অ্যাপ লঞ্চ করেছে?
[A] বিহার
[B] গুজরাট
[C] ঝাড়খন্ড
[D] বিহার
Show Ans
Correct Answer: [B] গুজরাট
Short Note:
গুজরাট (Gujarat) –
- রাজধানী – গান্ধীনগর
- মুখ্যমন্ত্রী – বিজয় রূপানি
- রাজ্যপাল – আচার্য দেবব্রত
- আন্তর্জাতিক সীমানা – পাকিস্তান
- প্রতিবেশী রাজ্য – রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র
- লোকসভা আসন – 26, রাজ্যসভা আসন – 11, বিধানসভা আসন – 182
4. কোন রাজ্য “National Education Policy-2020′ কার্যকর করে দেশের প্রথম রাজ্যের তকমা পেয়েছে?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] ঝাড়খন্ড
[D] পশ্চিমবঙ্গ
Show Ans
Correct Answer: [B] কর্ণাটক
Short Note:
কর্ণাটক (Karnataka) –
- রাজধানী – বেঙ্গালুরু
- মুখ্যমন্ত্রী – বসাভারাজ বোম্মায়
- রাজ্যপাল – থাওয়ারচাঁদ গেহলট
- লোকসভা আসন – 28, রাজ্যসভা আসন – 15, বিধানসভা আসন – 224
- প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানা।
5. সম্প্রতি, প্রকাশিত “How the Earth Got Its Beauty” পুস্তকটি কে লিখেছেন?
[A] তাহিরা খুরানা
[B] সুধা মূর্তি
[C] বরিশা জৈন
[D] অরুন্ধতী রয়
Show Ans
Correct Answer: [B] সুধা মূর্তি
Short Note:
6. নিম্নলিখিত কোন দিবসটি 10 আগস্ট তারিখে পালিত হয়?
[A] International Rail Day
[B] International Biodisel Day
[C] International Postal Service Day
[D] International Science Day
Show Ans
Correct Answer: [B] International Biodisel Day
7. Wrestling Federation of India (WFI) কোন কুস্তিগীর (Wrestler) কে সাময়িকভাবে সাসপেন্ড করেছে?
[A] ভিনেশ ভোগাট
[B] অংশু মালিক
[C] বজরং পুনিয়া
[D] দীপক পুনিয়া
Show Ans
Correct Answer: [A] ভিনেশ ভোগাট
Short Note: Wrestling Federation of India (WFI) ভারতের সুনামধন্য কুস্তিগীর ভিনেশ ভোগাট কে “টোকিও অলিম্পিক 2020” -এ তাঁর নিয়মশৃঙ্গখলার অভাবের কারনে সাময়িক ভাবে সাসপেন্ড করেছে।
8. সম্প্রতি, কবে ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে?
[A] 8 আগস্ট
[B] 9 আগস্ট
[C] 10 আগস্ট
[D] 11 আগস্ট
Show Ans
Correct Answer: [D] 11 আগস্ট
Short Note: ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতার জন্য 18 বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। মুজ্জাফপুর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার কারনে ব্রিটিশ ঔপনেবিশেক রাষ্ট্র তাকে মৃত্যদন্ড দেয়।
Join on Telegram