Current Affairs MCQ Pdf: 13 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 13 January 2021
1. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন?
[A] লস ভেগাস
[B] ওয়াসিংটন ডি সি
[C] লস এঞ্জেলস
[D] নিউ ইউর্ক
2. জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
[A] 12 জানুয়ারী
[B] 13 জানুয়ারী
[C] 14 জানুয়ারী
[D] 15 জানুয়ারী
3. কোন মহাকাশ সংস্থা 17 জানুয়ারী 2021 তারিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ করবে?
[A] ISRO
[B] NASA
[C] ESA
[D] JAXA
4. সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল TESOL Core Certificate Program’ শুরু করেছে?
[A] দিল্লি
[B] চন্ডিগড়
[C] লাদাখ
[D] লাক্ষাদ্বীপ
5. ভারতে কবে Road Safety Week বা সড়ক সুরক্ষা সপ্তাহ কবে পালিত হয়?
[A] 1 থেকে 7 জানুয়ারী
[B] 11 থেকে 17 জানুয়ারী
[C] 18 থেকে 24 জানুয়ারী
[D] 25 থেকে 31 জানুয়ারী
6. Road Safety Week 2021 -এর থিম কি?
[A] Safe Drive Save Life
[B] Drive Slow
[C] Safe yourself to Save your family
[D] Save yourself
7. ভারত কবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম টিকাকরন অভিযান শুরু করবে?
[A] 14 জানুয়ারী
[B] 15 জানুয়ারী
[C] 16 জানুয়ারী
[D] 17 জানুয়ারী
8. সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রাহকদের অধিকার রক্ষার্থে ‘e-Dakhil’ ওয়েবপোর্টাল শুরু করেছে?
[A] হরিয়ানা
[B] পাঞ্জাব
[C] মধ্যপ্রদেশ
[D] গুজরাট
Read More: Current Affairs MCQ: 12 January
Download Current Affairs PDF: 13th January 2021