Current Affairs MCQ Pdf: 13 January 2021

Current Affairs MCQ Pdf: 13 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 13 January 2021


1. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন?

[A] লস ভেগাস

[B] ওয়াসিংটন ডি সি

[C] লস এঞ্জেলস

[D] নিউ ইউর্ক

Show Ans

Correct Answer: [B] ওয়াসিংটন ডি সি

Short Note :

2. জাতীয় যুব দিবস কবে পালিত হয়?

[A] 12 জানুয়ারী 

[B] 13 জানুয়ারী 

[C] 14 জানুয়ারী 

[D] 15 জানুয়ারী 

Show Ans

Correct Answer: [A] 12 জানুয়ারী 

Short Note: ভারতের আধ্যাত্মিক ও সামাজিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 12 জানুয়ারী জাতীয় যুব দিবস বা National Youth Day পালিত হয়। 

3. কোন মহাকাশ সংস্থা 17 জানুয়ারী 2021 তারিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ করবে?

[A] ISRO

[B] NASA

[C] ESA

[D] JAXA

Show Ans

Correct Answer: [B] NASA

Short Note :

4. সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল TESOL Core Certificate Program’ শুরু করেছে?

[A] দিল্লি

[B] চন্ডিগড়

[C] লাদাখ

[D] লাক্ষাদ্বীপ

Show Ans

Correct Answer: [A] দিল্লি

5. ভারতে কবে Road Safety Week বা সড়ক সুরক্ষা সপ্তাহ কবে পালিত হয়?

[A] 1 থেকে 7 জানুয়ারী 

[B] 11 থেকে 17 জানুয়ারী 

[C] 18 থেকে 24 জানুয়ারী 

[D] 25 থেকে 31 জানুয়ারী 

Show Ans

Correct Answer: [B] 11 থেকে 17 জানুয়ারী 

6. Road Safety Week 2021 -এর থিম কি?

[A] Safe Drive Save Life

[B] Drive Slow

[C] Safe yourself to Save your family

[D] Save yourself

Show Ans

Correct Answer: [C] Safe yourself to Save your family

7. ভারত কবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম টিকাকরন অভিযান শুরু করবে?

[A] 14 জানুয়ারী

[B] 15 জানুয়ারী

[C] 16 জানুয়ারী

[D] 17 জানুয়ারী

Show Ans

Correct Answer: [C] 16 জানুয়ারী

8. সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রাহকদের অধিকার রক্ষার্থে ‘e-Dakhil’ ওয়েবপোর্টাল শুরু করেছে?

[A] হরিয়ানা

[B] পাঞ্জাব

[C] মধ্যপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] পাঞ্জাব

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 12 January


Download Current Affairs PDF: 13th January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 × two =

Scroll to Top