Current Affairs MCQ Pdf: 13 March 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 13 March 2021
1. কোন ভারতীয় রাজ্য ‘AFC Champions League 2021’ আয়োজন করবে?
[A] মহারাষ্ট্র
[B] গোয়া
[C] গুজরাট
[D] সিকিম
Show Ans
Correct Answer: [B] গোয়া
Short Note:
AFC –
- Asian Football Confederation
- স্থাপিত – 7 মে 1954
- সদরদপ্তর – কুয়ালালামপুর, মালেশিয়া
- মোটা – One Asia One Goal
গোয়া –
- রাজধানী – পানাজি
- মুখ্যমন্ত্রী – প্রমোদ সাবন্ত
- রাজ্যপাল – ভগৎ সিং কশ্যারি
- 2 প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র এবং কর্ণাটক
- লোকসভা আসন – 2, রাজ্যসভা আসন – 1, বিধানসভা আসন – 40
2. সম্প্রতি 10, 2021 তারিখে Central Industrial Security Force (CISF) কততম স্থাপনা দিবস পালন করেছে?
[A] 51 তম
[B] 52 তম
[C] 61 তম
[D] 62 তম
Show Ans
Correct Answer: [B] 52 তম
Short Note: 10, 2021 তারিখে Central Industrial Security Force (CISF) 52 তম স্থাপনা দিবস পালন করেছে।
CISF-
- Central Industrial Security Force
- স্থাপন – 10 মার্চ 1969
- সদরদপ্তর – নতুন দিল্লী
- নীতিবাক্য – Protection and Security
3. কোন সংস্থা ‘Women Will’ ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করেছে?
[A] Amazon
[B] Microsoft
[C] Google
[D] Twitter
Show Ans
Correct Answer: [C] Google
Short Note:
Google –
- স্থাপন – 4 সেপ্টেম্বর 1998
- কার্যকরী নির্বাহক (CEO) – সুন্দর পিচাই
- প্রতিষ্ঠাতা – লেরি পেজ এবং সের্গেই ব্রিন
4. ভারত কোন দেশের বিপক্ষে “ICC World Test Championship” ফাইনাল ম্যাচটি খেলবে?
[A] ইংল্যান্ড
[B] নিউজিল্যান্ড
[C] ওয়েস্ট ইন্ডিজ
[D] অস্ট্রেলিয়া
Show Ans
Correct Answer: [B] নিউজিল্যান্ড
Short Note: ভারত ও নিউজিল্যান্ড “ICC World Test Championship” ফাইনাল ম্যাচটি খেলবে।
ICC –
- International Cricket Council
- সদরদপ্তর – দুবাই, সংযুক্ত আরব আমিরাত
- প্রতিষ্ঠা – 15 জুন 1909
- চেয়ারপারসন – গার্গ বার্কলে
- কার্যকরী নির্বাহক (CEO) – মানু সাহোনই
5. সম্প্রতি কোন রাজ্যে 27 তম “Hunar Haat” শুরু হয়েছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] রাজস্থান
[D] মধ্যপ্রদেশ
Show Ans
Correct Answer: [D] মধ্যপ্রদেশ
Short Note: সম্প্রতি 12 মার্চ 2021 তারিখে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল -এ 27 তম “Hunar Haat” শুরু হয়েছে।
মধ্যপ্রদেশ –
- মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান
- রাজ্যপাল – আনন্দিবেন প্যাটেল
- রাজধানী – ভোপাল
- লোকসভা আসন – 29 , রাজ্যসভা আসন – 11 , বিধানসভা আসন – 230
6. কোন প্ৰসিদ্ধ বলিউড অভিনেতা কে International Federation of Film Archives (FIAF) সম্মান দেওয়ার ঘোষণা করা হয়েছে?
[A] অক্ষয় কুমার
[B] অমিতাভ বচ্চন
[C] রণবীর সিং
[D] শাহরুখ খান
Show Ans
Correct Answer: [B] অমিতাভ বচ্চন
Short Note: 19 মার্চ 2021 তারিখে প্ৰসিদ্ধ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে International Federation of Film Archives (FIAF) সম্মান প্রদান করা হবে।
FIAF –
- International Federation of Film Archives
- প্রতিষ্ঠা – 17 জুন 1938, প্যারিস (ফ্রান্স)
- সদরদপ্তর – ব্রুসেলস (বেলজিয়াম)
7. ‘Mauritius Day’ কবে পালিত হয়?
[A] 10 মার্চ
[B] 11 মার্চ
[C] 12 মার্চ
[D] 13 মার্চ
Show Ans
Correct Answer: [C] 12 মার্চ
8. International Women’s Day 2021 -এর থিম কি?
[A] Gender Equality: March against Patriarchy
[B] Women in leadership: Achieving an equal future in a Covid-19 world
[C] Imapct of Covid-19 on women
[D] Educate Organise and Agitate
Show Ans
Correct Answer: [B] Women in leadership: Achieving an equal future in a Covid-19 world
Short Note: প্রতিবছর 8 মার্চ -এ International Women’s Day বিশ্বজুড়ে পালিত হয়।
Join on Telegram
Current Affairs MCQ Pdf: 13 March 2021: Download