Current Affairs MCQ Pdf: 15 February 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 15 February 2021
1. সম্প্রতি সরোজিনী নাইডুর জন্ম বার্ষিকী 13 ফেব্রুয়ারী পালিত হয়। তিনি কত সালে জন্মগ্রহন করেন?
[A] 1869 খ্রিস্টাব্দে
[B] 1879 খ্রিস্টাব্দে
[C] 1889 খ্রিস্টাব্দে
[D] 1899 খ্রিস্টাব্দে
2. সম্প্রতি কোন রাজ্য পুলিশ ই-চালান -এর জন্য SBI-এর সঙ্গে একটি MoU স্বাক্ষর করেছে?
[A] কর্ণাটক
[B] মহারাষ্ট্র
[C] তেলেঙ্গানা
[D] মেঘালয়
3. সম্প্রতি কে ভারতের প্রথম CNG ট্র্যাক্টর শুরু করেছেন?
[A] গিরিরাজ সিং
[B] নিতিন গডকড়ি
[C] কিরেন রিজিজু
[D] জিতেন্দ্র সিং
4. স্বামী দয়ানন্দ সরস্বতী -এর জন্মবার্ষিকী 12 ই ফেব্রুয়ারি পালিত হয়েছে। তিনি নিচের কোনটির স্থাপক ছিলেন?
[A] ব্রাহ্ম সমাজ
[B] আর্য সমাজ
[C] দেব সমাজ
[D] প্রাথনা সমাজ
5. সম্প্রতি World Radio Day 2021 কবে পালিত হয়েছে?
[A] 11 ফেব্রুয়ারী
[B] 12 ফেব্রুয়ারী
[C] 13 ফেব্রুয়ারী
[D] 14 ফেব্রুয়ারী
6. প্রতিবছর ‘National Productivity Day’ কবে পালিত হয়?
[A] 12 ফেব্রুয়ারী
[B] 13 ফেব্রুয়ারী
[C] 14 ফেব্রুয়ারী
[D] 15 ফেব্রুয়ারী
7. International Solar Alliance (ISA) -এর পরবর্তী ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হবেন?
[A] অজয় জৈন
[B] দীপক সিং
[C] অজয় মাথুর
[D] প্রাণ বর্মা
8. কোন রাজ্যে বিখ্যাত ইলেক্টিক কার সংস্থা Tesla, উৎপাদন কেন্দ্র স্থাপন করবে?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] কর্ণাটক
[C] মহারাষ্ট্র
[D] উত্তরপ্রদেশ
Read More: Current Affairs PDF 13th February 2021
Download Current Affairs PDF 15th February 2021