Current Affairs MCQ Pdf: 15th April 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 15th April 2021
1. “Nora AlMatrooshi” কোন দেশের প্রথম মহিলা মহাকাশ যাত্রী?
[A] চীন
[B] জাপান
[C] দক্ষিন কোরিয়া
[D] সংযুক্ত আরব আমিরাত
2. সম্প্রতি 13 এপ্রিল 2021 তারিখে ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের’ 102 তম বার্ষিকী পালিত হয়েছে। এই হত্যাকান্ডটি কোথায় সঙ্ঘটিত হয়েছিল?
[A] চন্ডিগড়
[B] পাটনা
[C] নিউ দিল্লী
[D] অমৃতসর
3. National Council of Applied Economic Research (NEAER) -এর প্রথম মহিলা মহানির্দেশক (DG) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] আরতি সিং
[B] বীনা মালিক
[C] সৃষ্টি গোস্বামী
[D] পুনম গুপ্তা
4. কোন রাজ্য 1লা মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে?
[A] পাঞ্জাব
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] কেরালা
5. সম্প্রতি 14 এপ্রিল 2021 তারিখে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা সংক্ৰমিত হয়েছে?
[A] উত্তরপ্রদেশ
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তেলেঙ্গানা
6. পৃথিবীর প্রথম ‘সংস্কৃত’ মোবাইল অ্যাপটির নাম কী?
[A] Fat Man
[B] Little Bay
[C] E-Sanskrit
[D] Little Guru
7. সম্প্রতি কোন দেশ দ্রুততম টিকাকরণের প্রথম দেশের খেতাব কে পেয়েছে?
[A] চীন
[B] ভারত
[C] আমেরিকা যুক্তরাষ্ট্র
[D] জাপান
8. সম্প্রতি প্রকাশিত “India’s Power Elite: Cast, Class and Cultural Revolution” পুস্তকটি কে লিখেছেন?
[A] শশী থরুর
[B] সঞ্জয় বারু
[C] ভেঙ্কাইয়া নাইডু
[D] চেতন ভগৎ
Current Affairs MCQ Pdf: 15th April 2021: Download