Current Affairs MCQ Pdf: 17th July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 17th July 2021
1. সম্প্রতি, কবে ‘World Youth Skill Day’ পালিত হয়েছে?
[A] 14 জুলাই
[B] 15 জুলাই
[C] 12 জুলাই
[D] 16 জুলাই
2. সম্প্রতি, প্রকাশিত “The Great Big Lion” পুস্তকটি কে লিখেছেন?
[A] রাস্কিন বন্ড
[B] সন্দীপ মহেশ্বরী
[C] চেতন ভগৎ
[D] ক্রিসিস্ নাইট
3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে আন্তর্জাতিক সহযোগিতা এবং কনভেনশন সেন্টার “রুদ্রাক্স” -এর উদ্বোধন করেছেন?
[A] ইন্দোর
[B] রাঁচি
[C] পাটনা
[D] বারাণসী
4. রাজ্যসভার নেতা কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] অমিত শাহ
[B] এস. জয়শঙ্কর
[C] নির্মলা সীতারমন
[D] পীযূষ গোয়েল
5. কোন শহরে “SCO Foreign Ministers Meeting” অনুষ্টিত হয়েছে?
[A] Dushanbe
[B] Almaty
[C] Tashkent
[D] Bishkek
6. কোন ক্রিকেট খেলোয়াড়কে ‘ICC Men’s Player of the Month June 2021’ দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Ollie Robinson
[B] Devon Conway
[C] Glenn Phillips
[D] Tim Southee
7. কোন ক্রিকেট খেলোয়াড়কে ‘ICC Women Player of the Month June 2021’ দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Katherine Brunt
[B] Tammy Beaumont
[C] Danni Wyatt
[D] Sophie Ecclestone
8. ভারতীয় দলের পূর্ব ক্রিকেটার ওয়াসিম জাফর -কে কোন রাজ্যের সিনিয়র ক্রিকেট দলের মুখ্য কোচ নিযুক্ত করা হয়েছে?
[A] ঝাড়খন্ড
[B] দিল্লী
[C] উড়িষ্যা
[D] কর্ণাটক